AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saif-Sara: ‘ভীষণই খারাপ হয়েছে’, কোন ছবিতে সারার অভিনয় দেখে বলেছিলেন হতাশ সইফ?

Saif-Sara: শুরুটা হয়েছিল হিট ছবি 'কেদারনাথ'-এর হাত ধরে। পরের ছবি 'সিম্বা'ও হয়েছিল বেশ হিট। আর এর পরেই আচমকাই যেন সারা আলি খানের কেরিয়ার গ্রাফ পড়ে যেতে শুরু করে।

Saif-Sara: 'ভীষণই খারাপ হয়েছে', কোন ছবিতে সারার অভিনয় দেখে বলেছিলেন হতাশ সইফ?
সারা-সইফ।
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 2:10 PM
Share

শুরুটা হয়েছিল হিট ছবি ‘কেদারনাথ’-এর হাত ধরে। পরের ছবি ‘সিম্বা’ও হয়েছিল বেশ হিট। আর এর পরেই আচমকাই যেন সারা আলি খানের কেরিয়ার গ্রাফ পড়ে যেতে শুরু করে। ‘লাভ আজ কাল ২’-এ তাঁর অভিনয় নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। অনেকেই বলেছিলেন, তাঁর এ অভিনয় পাতে দেওয়ার যোগ্য না। শুধু কি জনগণ?খোদ সইফ আলি খানও মেয়ের অভিনয় দেখে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। ‘লাভ আজ কাল ১’_এর অভিনয় করেছিলেন সইফ নিজেই। মেয়ে যখন ওই ছবির সিকুয়ালে অভিনয় করেন তখন তাঁর থেকে সইফের প্রত্যাশা ছিল বেশ অনেকটাই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, “বাবা মোটেও খুশি ছিলেন না। তাঁর আমার কাজ ভাল লাগেনি। আমায় বলেছিলেন ভাল হয়নি।” বাবার সঙ্গে সহমত সারাও। তিনি যোগ করেন, “লাভ আজ কালে খুব খারাপ অভিনয় করেছিলাম আমি। কুলিতেও ভাল অভিনয় করিনি। সবার আমার থেকে প্রত্যাশা ছিল। কিন্তু আমি তা পূরণ করতে পারিনি।” ওই সময়েই বিচ্ছেদের মধ্যে দিয়েও যেতে হয়েছিল সারাকে। কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর যদিও পাশে ছিলেন মা।

প্রসঙ্গত, এই মুহূর্তে সারা আলি খানের প্রেমজীবন নিয়ে জোর আলোচনা। রটনা ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি সম্পর্কে তিনি। সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু কোথা থেকে? গত বছর অগস্ট মাসেই সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়। এক টিকটক ব্যবহারকারীর গোপন ভিডিয়োয় ধরা পড়ে যায় তাঁদের ‘ডিনার ডেট’। সবাই কার্যত চমকেই গিয়েছিলেন। কারণ এর আগে, শুভমনের সঙ্গে নাম জুড়েছিল সচীন তেন্ডুলকরের মেয়ে সারার। এমনকি সার্চ ইঞ্জিন গুগলে সেই সারার ‘স্বামী’ বলে খুঁজলে আসত শুভমন গিলেরই নাম। কিন্তু অগস্ট মাসে সব হিসেব যেন গুলিয়ে যায় আচমকাই।

এখানেই শেষ নয়, সোনম বাজওয়ার টক শো’তে হাজির হয়েছিলেন শুভমন। তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বলিউডে সবচেয়ে ফিট অভিনেত্রী কে? উত্তরে একমুহূর্ত চিন্তা না করেই শুভমন কার নাম নেন জানেন? কার আবার? সারা আলি খানের! এরপরেই কোনও রাখঢাক না করেই সোনম শুভমনকে ছুড়ে দেন সেই প্রশ্ন। জিজ্ঞাসা করেই বসেন, “তুমি কি সারাকে ডেট করছ”? উত্তরে শুভমন বলেন, ‘হয়ত হ্যাঁ, হয়তো না’। এর আগে সারার জীবনে কখনও এসেছেন সুশান্ত সিং রাজপুত আবার কখনও বা এসেছেন কার্ত্তিক আরিয়ান। এবার কি শুভমন? অনুমান জারি…। চলছে নানা আলোচনা।