AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন কার কাছ থেকে অভিনয় শিখেছিলেন ‘ধুরন্দর’ রণবীর?

আজ তিনি বি-টাউনের সুপারস্টার। কিন্তু জানেন কি, তাঁর এই সাফল্যের নেপথ্যে মেন্টর হিসেবে বড় ভূমিকা ছিল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির? রণবীরের প্রথম ছবির আগে তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছিলেন খোদ ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা।

জানেন কার কাছ থেকে অভিনয় শিখেছিলেন 'ধুরন্দর' রণবীর?
| Updated on: Dec 24, 2025 | 1:28 PM
Share

বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ধুরন্দর রণবীর সিং। বহুদিন পর সুপারহিট দিয়ে রণবীর এখন বলিউডের টক অফ দ্য টাউন। কিন্তু জানেন কি, রণবীরের সুপারস্টার হওয়ার নেপথ্যে রয়েছেন বলিউডের আরও এক দক্ষণ অভিনেতা!

‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন রণবীর সিং। আজ তিনি বি-টাউনের সুপারস্টার। কিন্তু জানেন কি, তাঁর এই সাফল্যের নেপথ্যে মেন্টর হিসেবে বড় ভূমিকা ছিল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির? রণবীরের প্রথম ছবির আগে তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছিলেন খোদ ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন তাঁর শিক্ষকতা জীবনের সেই পুরনো দিনের স্মৃতিচারণ করেন। যখন তিনি অভিনয়ের কর্মশালা বা ওয়ার্কশপ করাতেন, সেই সময়েই রণবীর তাঁর সান্নিধ্যে আসেন। নওয়াজ জানান, “আমি বেশ কিছুদিনের জন্য রণবীরকে ‘ব্যান্ড বাজা বারাত’-এর চরিত্রের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম। একটা সময় আমি ‘ওয়ার্কশপ ম্যান’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলাম। আমি বলতাম, যারাই অভিনেতা হতে চায় বা লঞ্চ হতে চলেছে, আমি তাঁদের জন্য আছি।”

তবে নিজের কৃতিত্বের চেয়ে রণবীরের প্রতিভাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নওয়াজ। তিনি বলেন, “আমি বিশ্বাস করি না যে অভিনয় শেখানো যায়; রণবীরের নিজস্ব ক্ষমতা ছিল। আমি শুধু তাঁর সেই দক্ষতাকে ব্যবহার করার বিভিন্ন পথ দেখিয়ে দিয়েছিলাম মাত্র। দিন শেষে কাজটা তোমাকেই করতে হবে।” নওয়াজের মতে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র মতো প্রতিষ্ঠানের মাধ্যমেই ভারতীয় সিনেমায় বাস্তবধর্মী অভিনয়ের ধারা জোরালো হয়েছে।

করণ জোহরের সেই বিস্ময়! মজার বিষয় হল, রণবীর যখন প্রথম সুযোগ পান, তখন করণ জোহর স্বয়ং তাঁর প্রতিভা নিয়ে সন্দিহান ছিলেন। ‘কফি উইথ করণ’-এ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে করণ বলেন, “আমি যশ আঙ্কেলের (যশ চোপড়া) সঙ্গে লাঞ্চ করতে গিয়েছিলাম। দেখলাম কিছু সহ-পরিচালক টেবিল টেনিস খেলছে। আদিত্য চোপড়া আমাকে ইশারায় দেখাল যে এদের মধ্যে একজন সহ-পরিচালক নয়, বরং সে ‘ব্যান্ড বাজা বারাত’-এর নায়ক। আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কে?”

করণ আরও জানান, ছবির পোস্টার দেখে তাঁর বিন্দুমাত্র আশা ছিল না। কিন্তু ছবি দেখার পর তাঁর ধারণা পাল্টে যায়। করণ জোহরের কথায়, “ছবিটি দেখার পর আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম, এই ছেলেটি আসলে একজন সুপারস্টার!”