Shah Rukh Khan: ‘চিকিৎসার প্রয়োজন…’, ট্রোলারকে এবার কড়া জবাব কিং খানের
Shah Rukh Khan: মেয়ের প্রথম সিরিজ মুক্তি ও নিজের ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে, তাই বুধবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল শাহরুখ খানকে। আর তাঁকে সামনে পেতেই গুচ্ছের প্রশ্ন নিয়ে হাজির খান ভক্তরা। তারই মধ্যে একজন এবার কিং খানকে কটাক্ষ করে প্রশ্ন করে বসলেন....
শাহরুখ খান বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা, চলতি বছরে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বছরের শেষ বেলায় এসেও ব্যস্ততা বিন্দুমাত্র কম হল না। কারণ মেয়ে সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিজ মুক্তি পাচ্ছে। পাশাপাশি তাঁর ছবি ডানকি মুক্তির সময় হয়ে আসছে। আর এই ব্যস্ততা তুঙ্গে থাকার কারণেই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারলেন না কিং খান। তবে ব্যস্ততা তুঙ্গে থাকা সত্ত্বেও ভক্তদের সঙ্গে যোগাযোগে কোনওরকম খামতি রাখলেন না তিনি। গত এক বছর ধরেই ভক্তদের সঙ্গে যোগাযোগের ট্রেন্ড বদলেছেন অভিনেতা। এখন আর তাঁকে পাওয়া যায় না কোনও সাক্ষাৎকারে কিংবা কোনও চ্যাট শোয়ে, যখন ভক্তদের কোনও প্রশ্নের উত্তর দিতে হয় সরাসরি নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে যান বলিউড বাদশা।
মেয়ের প্রথম সিরিজ মুক্তি ও নিজের ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে, তাই বুধবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল শাহরুখ খানকে। আর তাঁকে সামনে পেতেই গুচ্ছের প্রশ্ন নিয়ে হাজির খান ভক্তরা। তারই মধ্যে একজন এবার কিং খানকে কটাক্ষ করে প্রশ্ন করে বসলেন, ‘আপনার আগের দুই ছবি পাঠান, জওয়ান, ভাল পি আর টিমের জন্য চলেছে, ডানকি-কে টেনে দিতে পারবে এই টিম?’ সাধারণত কটাক্ষকে এড়িয়ে যেতেই পছন্দ করেন শাহরুখ খান, তবে এ ক্ষেত্রে তেমনটা আর করলেন না। ভক্তের উদ্দেশ্যে তিনি লিখলেন, সাধারণত, এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিই না। তবে এক্ষেত্রে আমি ব্যতিক্রম। আপনার প্রশ্ন দেখে আমার উত্তর দিতে ইচ্ছে হল। কারণ আমার মনে হয় আপনার গ্রহণ যোগ্যতা বাড়ানোর জন্য চিকিৎসা দরকার। আমি অবশ্যই আমার টিমকে বলব আপনার সঙ্গে যোগাযোগ করতে।
যেমন রাজকুমার হিরানি ও শাহরুখ খানের জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নেটপাড়ার একাংশ, তেমনই আবার অপর শ্রেণি #ডিজাস্টারডানকি বলেও কিং খানকে কটাক্ষ করতে পিছপা হননি। নিঃসন্দেহে সে বিষয়টা কিং খানের চোখ এড়াইনি। তবে তিনি যে আয়ের ঝড় বইয়ে দিচ্ছেন বক্স অফিসে তা অস্বীকার করার ক্ষমতা, বর্তমানে কারণ নেই। আর ঠিক সেই আত্মবিশ্বাসের সঙ্গে এবার শাহরুখ খান ট্রোলারকেও এড়িয়ে গেলেন না। পাশাপাশি অন্যান্য ভক্তদের মনে থাকা ছোট বড় নানান কৌতুহল এদিন মেটাতে দেখা গেল কিং খানকে।