Viral Video: ১০০০ কোটির ব্যবসা, খুশি হয়ে নিজেকে গাড়ি উপহার দিলেন ‘পাঠান’

Viral Video: করোনার পর শাহরুখ খানের হাত ধরেই ছন্দে ফিরল বলিউড। মোট ১০০০ কোটির ব্যবসা করে এই ছবি।

Viral Video: ১০০০ কোটির ব্যবসা, খুশি হয়ে নিজেকে গাড়ি উপহার দিলেন 'পাঠান'
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 1:43 PM

চার বছরের বিরতির পর পর্দায় হাজির হলেন শাহরুখ খান। ২০২৩ সালের শুরুতেই বড় পর্দায় ঝড় তুলে সকলকে তাক লাগালেন শাহরুখ। এক কথায় বলতে গেলে কিং খানের এই সাফল্য প্রাথমিকভাবে কেউ হয়তো আশা করেনি। কারণ একটাই, পর পর ফ্লপ ছবি দিয়ে বিরতিতে চলে গিয়েছিলেন শাহরুখ খান। তবে তাঁর কামব্যাক ছবি যে তাঁকে শত বিতর্কর মাঝেও সেরার সেরা করে তুলবে, তা এক কথায় বিটাউনের চমক। করোনার পর শাহরুখ খানের হাত ধরেই ছন্দে ফিরল বলিউড। মোট ১০০০ কোটির ব্যবসা করে এই ছবি। দেশ বিদেশ মিলিয়ে সর্বাধিক চর্চিত এই ছবি টানা ৫০ দিন চলে প্রেক্ষাগৃহে। শাহরুখ খান নিজেও সকলকে এই মর্মে ধন্যবাদ জানিয়েছিলেন।

আর এই সাফল্য সেলিব্রেশনে এবার শাহরুখ খান নিজেকে দিনের এক উপহার। গাড়ির বেশ সখ তাঁর। বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে কিং খানের। এবার সেই তালিকায় যুক্ত হল একটি রোল লয়েস, একটি বিলাসবহুল SUV কিনলেন শাহরুখ খান। যার দাম ১০ কোটি টাকা। সম্প্রতি সেই গাড়িতে মন্নতে প্রবেশ করতে দেখা যায়। যার ছবি ও ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। প্রকাশ্যে এল গাড়ির নম্বর প্লেটও। যার শেষ কিন নম্বর হল ৫৫৫। ছবি সামনে আসা মাত্রই সকলেই শুভেচ্ছা জানালেন শাহরুখকে।

তবে থেমে থাকা নয়, পরের ছবির কাজে রীতিমতো নেমে পড়েছেন তিনি। চলছে জওয়ান ও ডানকি ছবির কাজ। পাশাপাশি ‘টাইগার থ্রি’র কাজও শুরু করছেন শাহরুখ। এপ্রিল মাসেই ক্যামেরার সামনে আসতে চলেছেন কিং খান। না, ঠিক শাহরুখ খান নন, বরং ‘পাঠান’ লুকে ধরা দিতে চলেছেন তিনি। টাইগার থ্রি ছবির সেটে এবার ডাক পড়ল শাহরুখ খানের। ‘পাঠান’ ও ‘টাইগার’ আরও একবার ফিরছে একই ফ্রেমে। তৈরি করা হচ্ছে তার জন্য স্পেশ্যাল সেটও।