Vicky Kaushal: ‘আমি একজন সামান্য…’, ছেলেকে সাবধান করেছিলেন বাবা, কথা কানে নেননি ভিকি
Vicky Kaushal: ভিকি কৌশল-- এই মুহূর্তে বলিপাড়ার হার্টথ্রব। সেই অর্থে স্টারকিড নন তিনি। তবে পরিবারের বলিউড যোগ ছিল। বাবা শ্যাম কৌশল ছিলেন অ্যাকশন ডিরেক্টর।
ভিকি কৌশল– এই মুহূর্তে বলিপাড়ার হার্টথ্রব। সেই অর্থে স্টারকিড নন তিনি। তবে পরিবারের বলিউড যোগ ছিল। বাবা শ্যাম কৌশল ছিলেন অ্যাকশন ডিরেক্টর। কিন্তু ছেলে যখন সিনেমা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তখন বারংবার বারণ করেছিলেন ভিকির বাবা। কেন? এক অজানা আশঙ্কা ভিড় করেছিল তাঁর মনে। ছেলেকে কী বলে সাবধান করেছিলেন তিনি? শ্যাম কৌশলের কথায়, “আমি ওকে বলি, ভেবো না আমি কিছু করতে পারব। আমি একজন ছোটখাটো অ্যাকশন ডিরেক্টর। হয়তো পরিচালকের অফিসে তোমার এন্ট্রি হয়ে যাবে, চাও খাইয়ে দেবে। কিন্তু কাজ পেতে গেলে নিজের যোগ্যতাতেই পেতে হবে।” তিনি আরও বলেন, “সকাল ১০টা বেজে গেলেই আমি ভিকি ও আমার ছোট ছেলে সানিকে বলতাম, বাড়ি থেকে বের হও। এভাবে বাড়িতে বসে কেউ অভিনেতা হতে পারে না। অডিশন দাও, প্রত্যাখ্যাত হও। কিন্তু বাড়ি থেকে বের হও।” বাবা যে কিছুই করতে পারবেন না সে ব্যাপারে জানতেন ভিকি, তবে বাবার ওই সাবধানবাণী কানে নেননি তিনি। বরনহ কানে নিয়েছিলেন তাঁর উপদেশ। বাড়িতে বসে থেকে সোনার চামচ মুখে দিয়ে নয়। নিজের যোগ্যতাতেই আজ তিনি সফল। হাতে রয়েছে সুপারহিট সব ছবি।
‘মসন’ ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রথম ডেবিউ হয় তাঁর। পরিচালক ছিলেন নীরজ ঘায়ান। প্রথম ছবিতেও ভিকি নজর কেড়েছিলেন। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ঢুকেছিলেন একের পর এক ছবি। সব মিলিয়ে এই মুহূর্তে তাঁর কেরিয়ার তুঙ্গে, শুধু কি কেরিয়ার? ব্যক্তিগত জীবনেও দারুণ খুশি ভিকি। বিয়ে করেছেন এক বছর আগে। পাত্রী ক্যাটরিনা কাইফ। ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।”
ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না। যদিও সম্পর্কের শুরু থেকেই ভয়ানক ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। বয়সে ও কেরিয়ারের দিক দিয়ে ক্যাটরিনা ভিকির থেকে প্রতিষ্ঠিত। অনেকেই বলেছিলেন, এ প্রেম টিকবে না। কিন্তু প্রেম টিকিয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। আপাতত কাজ ও প্রেম নিয়ে ভালই আছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।