Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shilpa Shetty: অক্ষয় কুমারের কাছে ছুটে গেলেন শিল্পা শেট্টি!

পুরোদমে কাজে ফিরতে চাইছেন শিল্পা। নিয়মিত যোগ-ব্যায়ামের ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনদের উদ্বুদ্ধ করতে চাইছেন। আরও বেশি ছবিতে কাজ করতে চাইছেন তিনি। 

Shilpa Shetty: অক্ষয় কুমারের কাছে ছুটে গেলেন শিল্পা শেট্টি!
অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 5:43 PM

পর্নোগ্রাফি কাণ্ডে সরাসরিভাবে জড়িত থাকার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। তারপর তোলপাড় হয় শিল্পা শেট্টির জীবনে। জনসমক্ষেও আসেননি একমাস। তবে এখন তিনি নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন। কাজে ফিরেছেন। রাত পোহালেই গণেশ চতুর্থী। বুধবার রাতে বাড়িতে গণেশের মূর্তিও এনেছেন। তারপরই ছুটে গিয়েছেন দীর্ঘদিনের সহ-অভিনেতা অক্ষয় কুমারের বাড়ি। 

বুধবার সকালে প্রয়াত হয়েছেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বয়সজনিত কারণে ভুগছিলেন তিনি। মায়ের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। বলেছেন, “অন্য দুনিয়ায় বাবার সঙ্গে আবার দেখা হবে মায়ের। মা আমার জীবন ছিলেন। খুব যন্ত্রণা হচ্ছে।”

শিল্পাকে খুবই স্নেহ করতেন অক্ষয়ের মা অরুণা। তাই তিনিও ছুটে গিয়েছিলেন অক্ষয়ের বাড়িতে। প্যাপারাৎজ়িরা তাঁকে স্পট করেছেন অক্ষয়ের বাড়ির বাইরে। অভিনেতার কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন শিল্পা। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন শিল্পা ও অক্ষয়। ‘ধড়কন’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইনসাফ’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন এই দুই তারকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘বেল বটম’। এক মেধাবী ব্যক্তির অসাধারাণ হয়ে ওঠার গল্প বলে এই ছবি। তাঁর মায়ের খুনকে কেন্দ্র করে গল্প। অন্যদিকে পুরোদমে কাজে ফিরেছেন শিল্পাও। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শিল্পা নাকি তাঁর সঙ্গে আর থাকতেই চাইছেন না। জানিয়েছেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ। 

পুরোদমে কাজে ফিরতে চাইছেন শিল্পা। নিয়মিত যোগ-ব্যায়ামের ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনদের উদ্বুদ্ধ করতে চাইছেন। আরও বেশি ছবিতে কাজ করতে চাইছেন তিনি। 

আরও পড়ুনNusrat Jahan: নুসরতের ইনস্টাগ্রামে ভেসে এল যশের কোন স্মৃতি?

আরও পড়ুনসন্তানের বাবা সম্পর্কে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত জাহান

আরও পড়ুনটিকটিকি পোজ়ের যোগায় কী কী উপকার, দেখালেন শিল্পা শেট্টি