AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে কী করছে খুদে সদস্য জেহ? শেয়ার করলেন সোহা

Soha Ali Khan: সইফ-অমৃতার দুই সন্তান সারা এবং ইব্রাহিম সোহার আদরের। আর সইফ-করিনার প্রথম সন্তান তৈমুর তাঁর মেয়ে ইনায়ার সঙ্গেই প্রায় বড় হচ্ছে। ফলে সোহার কাছে তৈমুর কিছুটা স্পেশ্যাল

বাড়িতে কী করছে খুদে সদস্য জেহ? শেয়ার করলেন সোহা
সোহা আলি খান।
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 3:36 PM
Share

খান পরিবারের নতুন সদস্য জেহ। সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দ্বিতীয় পুত্রের মাত্র কয়েক মাস বয়স। এখনও পর্যন্ত জেহ-র কোনও ছবি সইফ, করিনা প্রকাশ করেননি। সারা আলি খান ঈদে একটি গ্রুপ ছবি দিয়েছিল ঠিকই। কিন্তু সেখানে জেহ-র মুখে ছিল স্মাইলি। খুদে সদস্য এখনও নাকি মাতিয়ে রেখেছে পরিবার। জেহকে নিয়ে প্রকাশ্যে কথা বলতে গিয়ে তেমনটাই বললেন সোহা আলি খান।

জেহর জন্মের পর চতুর্থবারের জন্য পিসি হয়েছেন সোহা। এর আগে সইফ-অমৃতার দুই সন্তান সারা এবং ইব্রাহিম তাঁর আদরের। আর সইফ-করিনার প্রথম সন্তান তৈমুর তাঁর মেয়ে ইনায়ার সঙ্গেই প্রায় বড় হচ্ছে। ফলে সোহার কাছে তৈমুর কিছুটা স্পেশ্যাল। জেহ প্রসঙ্গে সোহা বলেন, “পরিবারে কোনও শিশুর আগমন সব সময়ই আনন্দের। প্রথম বছর যেহেতু সবই নতুন তার কাছে, অনেক কান্ড হয়। ফলে সেটা সামনে থেকে দেখা সব সময়ই আনন্দের।”

২০১৭-এ ইনায়ার জন্ম। ২০১৬-এর ডিসেম্বরে তৈমুর জন্মেছে। সোহা জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা থাকাকালীন করিনা নাকি সবথেকে বেশি সাহায্য করেছিলেন। সব সময় তাঁর খেয়াল রাখতেন। “আমাদের গল্পের বিষয় ছিল, ঘুম কমে যাওয়া, শারীরিক পরিবর্তন এ সব নিয়েই। করিনা আমার খুব খেয়াল রাখত, যত্ন করত”, বলেন সোহা।

তৈমুর জন্মের পর থেকেই লাইমলাইটে। তা নিয়ে দ্বিমত রয়েছে কাপুর এবং খান পরিবারে। সে কারণেই জেহর বিষয়ে অনেক বেশি সতর্ক সইফ এবং করিনা।

আরও পড়ুন, ছবির মধ্যে ছবি, মার্ডার মিস্ট্রি তুলে ধরবে ‘কালিম্পং ক্রাইমস’