প্রতিবাদ করতেই পারি, কিন্তু তার পর ওই চরিত্রগুলো আর পাব না: সোনম কাপুর
এই মুহূর্তে সুজয় ঘোষের প্রযোজনায় সোম মখিজার নির্দেশনায় 'ব্লাইন্ড' ছবিতে কাজ করছেন সোনম। ইন্ডাস্ট্রিতে বেতনের ক্ষেত্রে যে নারী-পুরুষ বৈষম্য রয়েছে তা নিয়েই তাঁকে প্রশ্ন করা হলে সোনম বলেন...
প্রতিবাদ করতেই পারেন সোনম কাপুর। কিন্তু প্রতিবাদের ফল যে কী হতে পারে তা তাঁর অজানা নয়। যদিও সেই ফল নিয়ে বিশেষ ভাবিত নন তিনি। নিজেকে মনে করেন ‘প্রিভিলেজ’, তাই সেই ফল কাটানোর মতো জোর তাঁর রয়েছেই বলেই দাবি অনীল-কন্যার। কিন্তু, কী নিয়ে প্রতিবাদ?
এই মুহূর্তে সুজয় ঘোষের প্রযোজনায় সোম মখিজার নির্দেশনায় ‘ব্লাইন্ড’ ছবিতে কাজ করছেন সোনম। ইন্ডাস্ট্রিতে বেতনের ক্ষেত্রে যে নারী-পুরুষ বৈষম্য রয়েছে তা নিয়েই তাঁকে প্রশ্ন করা হলে সোনম বলেন, পুরো ব্যাপারটি তাঁর কাছে ভীষণ বিরক্তিকর। সম যোগ্যতা থাকা সত্ত্বেও অভিনেতা-অভিনেত্রীর বেতনের তারতম্য এক কথায় ‘রিডিকিউলাস’। তাঁর কথায়, “এই পে গ্যাপ বেশ বিরক্তিকর। আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। যদিও ওই চরিত্রগুলি আমি আর পাব না। তাতে আমার অসুবিধে নেই।” সোনম যোগ করেন, “বিগত দু-তিন বছরে আমি অনুধাবন করেছি কাউকে বিচার করার মতো অধিকার আমার নেই। আমি প্রিভিলেজড, তাই রুখে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া আমার কাছে খুব একটা কঠিন নয়।”
View this post on Instagram
‘ব্লাইন্ড’ ছবিতে এক দৃষ্টিহীন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সোনমকে। এক সিরিয়াল কিলারের কেস যিনি অনুসন্ধান করতে শুরু করেন। সোনম জানিয়েছেন শটের সময়েও রিয়ালিস্টিক ফিল আনার জন্য কীভাবে তাঁকে সবসময় সাদা লেন্স পরে থাকতে হয়েছে যাতে তাঁর দৃষ্টি রোধ করা যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলেছে শুট। লকডাউন করোনার কারণে চলেছে জুম মিটিং। তাঁর কথায়, ” এমনও হয়েছে বিকেল ৩টের সময় শুট শুরু করেছি। পরের দিন ভোর চারটেতে গিয়ে শেষ হয়েছে।” শুটিং হয়েছে স্কটল্যান্ডে। সোনমের প্রোফাইলে উঁকি দিলেই দেখা যাবে বিহাইন্ড দ্য সিনের নানা ছবি।
আরও পড়ুন- তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই যে কী জিনিস সেটা ভোগ করছি: কাঞ্চন মল্লিক