Shah Rukh khan Fan Club: ৫০,০০০-এরও বেশি টিকিট কেটে নিল একটা ক্লাব, ‘জওয়ান’ মুক্তির আগে শাহরুখ ভক্তদের উত্তেজনা চরমে
Jawan: SRK ওয়ারিওয় নামে এই ফ্যান ক্লাব এবার ৫০ থেকে ৬০ হাজারটা টিকিট কেনার পরিকল্পনা করে ফেললো। গোটা ভারতের ২০০ শহর থেকে এই টিকিট তোলা হবে।
শাহরুখ খানের ছবি বলে কথা, কিং-কে প্রথমদিন পর্দায় দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন তাঁর প্রতিটা ভক্ত। ঝড়ের গতিতে ভাইরাল ‘জওয়ান’ ছবির প্রতিটা খবর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, ছবির অগ্রীম টিকিট বুকিং-এ মোট ৫ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে ৮৫,০০০টিই হল শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে কেনা হয়েছে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল শাহরুখ খানের ফ্যান ক্লাব SRK ইউনিভার্স ৮৫,০০০টি টিকিট কিনে নিয়েছে, যাতে সকল ভক্তরা একসঙ্গে ছবি দেখতে যেতে পারে ও শাহরুখ খানের প্রথম দিনের ওপেনিং সেলিব্রেট করতে পারে। এবার শোনা যাচ্ছে ‘জওয়ান’ ছবির জন্য আরও এক ফ্যান ক্লাব এই সিদ্ধান্ত নিল।
SRK ওয়ারিওয় নামে এই ফ্যান ক্লাব এবার ৫০ থেকে ৬০ হাজারটা টিকিট কেনার পরিকল্পনা করে ফেললো। গোটা ভারতের ২০০ শহর থেকে এই টিকিট তোলা হবে। যাতে শাহরুখ খানের ভক্তরা এই বিশেষদিনে একযোগে কিংকে পর্দায় দেখতে পারে। শাহরুখ খানই ভারতের প্রথম স্টার যাঁর ফ্যান ক্লাব একটা গোছানো। শৃঙ্খলিত এই দুই ফ্যানক্লাবের টিকিট বুকিং-এর খবর প্রকাশ্যে আসতেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা শাহরুখ খানের ফ্যান ক্লাবগুলো ছোট ছোট উদ্যোগ নিচ্ছে বলেই সূত্রের খবর।
ফলে অনুমান করা যায়, প্রথম দিনে প্রায় ১.৫ লাখ টিকিট কেবল শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই বিক্রি হয়ে যাবে। অঙ্ক পরবর্তীতে আরও বাড়তে পারে বলেই খবর। SRK ইউনিভার্স পাঠান ছবির ক্ষেত্রেও একইভাবে উদ্যোগ নিয়েছেন। বর্তমানে শোনা যাচ্ছে অগ্রীম বুকিং থেকেই জওয়ান ছবি ঘরে তুলে নিয়েছে ১৬ কোটি টাকা। এখনও বাকি তিনদিন। ফলে এই অঙ্কে যে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। এই ছবি যে শাহরুখের কেরিয়ারে আরও এক হিট ছবি হতে চলেছে তা ইতিমধ্যেই দর্শক দরবারে সে আলোড়ন সৃষ্টি হয়েছে।