Sushmita Sen: সুস্মিতা সেনের প্রথম ভালবাসা কে? প্রকাশ্যে জানালেন নায়িকা
Sushmita Sen: সুস্মিতার প্রথম ভালবাসা তাঁর বড় মেয়ে রেনে সেন। আজ তাঁর জন্মদিন। রেনের বয়স হল ২২। ভার্চুয়ালি মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা।
মডেল, অভিনেত্রী, মেয়ে, প্রেমিকা, বন্ধু, দিদি, মা…। যে পরিচয়েই তাঁকে আপনি চিনুন না কেন, বিশেষত্ব খুঁজে পাওয়া কঠিন নয়। তিনি সুস্মিতা সেন। বিতর্ককে হাসি মুখে সামলেছেন যিনি চিরকাল। তাঁর প্রেম নিয়ে চিরকাল আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। এ বার নিজের প্রথম ভালবাসার কথা প্রকাশ্যে জানালেন তিনি।
সুস্মিতার প্রথম ভালবাসা তাঁর বড় মেয়ে রেনে সেন। আজ তাঁর জন্মদিন। রেনের বয়স হল ২২। ভার্চুয়ালি মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা। রেনের দুটি ছবি শেয়ার করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা, রেনে… আমরা এখন ২২। কী ভাবে সময় চলে যায়! তোর মা হিসেবে দু-দশক হয়ে গেল। এর থেকে বেশি আশীর্বাদ আর কী হতে পারে! ঈশ্বর তোকে আশীর্বাদ করুন। তোর সব ইচ্ছে পূরণ হোক। ভালবাসি সোনা…। পার্টি টাইম।’
দিন কয়েক আগে ছোট মেয়ে আলিশার জন্মদিনেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছিলেন সুস্মিতা। আলিশার বিভিন্ন বয়সের ছবি জুড়ে একটি ভিডিয়ো তৈরি করেছিলেন। ভিডিয়োর ক্যাপশনে সুস্মিতা লিখেছিলেন, ‘ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার, আমার জীবনের ভালবাসা, শুভ জন্মদিন আমার ‘সোনা মা’। জন্ম নেওয়ার জন্য ধন্যবাদ। তোমার প্রতিটি মুহর্ত দিয়ে, ভালবাসা দিয়ে এই পৃথিবীকে সুন্দর করে তুলেছ তুমি। আমি তোমার জন্য গর্বিত।’
View this post on Instagram
সুস্মিতার বড় মেয়ে রেনে ইতিমধ্যেই মায়ের পেশা বেছে নিয়েছেন। মায়ের মতোই অভিনয় শুরু করেছেন তিনি। সুস্মিতা সব দিক থেকে আগলে রেখেছেন তাঁকে। তিনি যে সুস্মিতার দত্তক কন্যা, এ তথ্যও রেনের কাছে অজানা নয়। কিন্তু নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় কি জানেন রেনে? সদ্য সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি এনিথিং’ প্রয়াসে রেনেকে এই সংক্রান্ত প্রশ্ন করেন এক ওয়েব অডিয়েন্স। প্রশ্ন ছিল, ‘আপনি কি আসল মায়ের পরিচয় জানেন? আমরা সকলেই জানি, সুস্মিতা ম্যাম অসাধারণ। তবু জানতে চাইছি।’ এর উত্তরে রেনে বলেন, ‘আমি আমার মায়ের হৃদয় থেকে জন্ম নিয়েছি। এটাই আসল সত্যি।’
এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, রেনের ১৮ বছর বয়স হওয়ার পর জন্মদাত্রী বাবা, মাকে খোঁজার কাজে রেনেকে তিনি সাহায্য করতে চান। কিন্তু রেনের ১৮ বছর বয়স হওয়ার পর রেনে নাকি জন্মদাতা বাবা, জন্মদাত্রী মাকে খুঁজতে চান না, বলেই জানান সুস্মিতা। রেনে নিজে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানান, এই বিষয়ে কোনওদিন কাউকে প্রশ্ন না করাই ভাল। কারণ এটা একান্ত ব্যক্তিগত বিষয়। যদি কেউ নিজে থেকে শেয়ার করেন, সেটা আলাদা বিষয়। আর তা না হলে যাঁকে প্রশ্ন করা হচ্ছে, অথবা জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা যদি তা দেখেন, তাঁদের খারাপ লাগতে পারে। যেটা অভিপ্রেত নয়।
রেনে অভিনীত প্রথম শর্ট ফিল্ম দেখে নাকি কেঁদে ফেলেছিলেন সুস্মিতা। ২০০০ সালে তাঁকে দত্তক নেন অভিনেত্রী। আলিশাকে ২০১০-এ দত্তক নেন তিনি। রেনে জানান, তাঁর ১৮ বছর বয়স হওয়ার পরই নাকি সুস্মিতা বলে দিয়েছিলেন, এ বার থেকে যে কোনও সাফল্য এবং ব্যর্থতার দায় একান্ত তার। ইউটিউবে এক শর্টফিল্মের মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছেন রেনি। ছবির নাম ‘সুট্টাবাজি’। মায়ের পরিচয়ে নয়, নিজের পরিচয়েই বলিউডে পরিচিত হতে চান তিনি।
আরও পড়ুন, ভবিষ্যতে অভিনয় ছাড়া অন্য পেশায় দেখা যাবে শ্যামৌপ্তীকে?