Shahrukh Khan: ‘জওয়ান’-এর গালে সপাট চুমু দীপিকার, দেখেই কমেন্ট করে ফেললেন স্বামী রণবীর সিং

Deepika Padukone: চুম্বন খেলেন দীপিকা আর কমেন্ট করে লাইমলাইট কেড়ে নিলেন তাঁর স্বামী। দেখুন কী লিখেছেন তিনি?

Shahrukh Khan: 'জওয়ান'-এর গালে সপাট চুমু দীপিকার, দেখেই কমেন্ট করে ফেললেন স্বামী রণবীর সিং
শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 1:09 PM

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহরুখের অতিপ্রিয় সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। গোটা দেশে এখন সেই ঝড়। তারই মাঝে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন ‘কিং’ এবং ‘দিপু’। ছবির প্রচারকে কেন্দ্র করে সেই সম্মেলনে অনন্য মুহূর্ত তৈরি হল দুই তারকার মধ্যে। শাহরুখের লাগে আদুরে চুমু এঁকে দিলেন দীপিকা। তা ভাইরাল হল লহমায়। তা দেখে কী প্রতিক্রিয়া দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিংয়ের?

‘পরপুরুষ’ শাহরুখের গালে স্ত্রী দীপিকার চুম্বন দেখে সোশ্যাল মিডিয়ায় রণবীরের কমেন্ট, “ভালবাসায় হৃদয় তৈরি হয়েছে। ভালবাসায় হৃদয় তৈরি হয়েছে হোওওওওওওওওওও…”। চুম্বন খেলেন দীপিকা আর কমেন্ট করে লাইমলাইট কেড়ে নিলেন তাঁর স্বামী। অন-স্ক্রিন হোক কিংবা অফ-স্ক্রিন, দীপিকার ব্যাপারে কোনও ছুঁৎমার্গ নেই রণবীরের। স্ত্রী অন-স্ক্রিনে ঠোঁটে-ঠোঁট রেখেছিলেন সহ-অভিনেতার। সেই ছবির নাম ছিল ‘গেহরাইয়াঁ’। ছবিতে ছিল দীপিকার বেশকিছু অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। তা নিয়ে বিন্দুবিসর্গ সমস্যা তৈরি করেননি রণবীর। বরং দীপিকার পরিশ্রমকে সমর্থন জানিয়েছিলেন। বাহবা দিয়েছিলেন।

বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। সেই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। ছবিতে নতুনভাবে নজর কেড়েছিলেন দীপিকা। কেরিয়ারের শুরুটাও দীপিকার হয়েছিল শাহরুখের সঙ্গে অভিনয় করেই। ‘ওম শান্তি ওম’ ছবিতে দীপিকা ছিলেন কিং খানের ‘ড্রিম গার্ল’।