Amitabh Bachchan: ‘আনন্দ’ ছবির শেষ দৃশ্যে হেসে কুটিপাটি হয়েছিলেন অমিতাভ-রাজেশ
Ananda: 'আনন্দ' ছবির সংলাপ এবং তার শেষ দৃশ্য নিয়ে আজও আলোচনা হয়। বাবুমশাইয়ের মৃত্যু কাঁদিয়েছিল দর্শককে। কাঁদিয়েছিল, আনন্দর সংলাপ 'জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি'। কিন্তু আপনি কী জানেন, শুটিংয়ের সময় ঘটেছিল ঠিক উল্টো ঘটনা।
হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘আনন্দ’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং রাজেশ কান্না। বন্ধুর মৃত্যুর দৃশ্য বর্ণিত হয়েছিল সেই ছবির শেষে। বাবুমশাইয়ের (যে চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন) মৃত্যুতে তাঁর বিছানার পাশে বসে ছিল আনন্দ (যে চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না)। বেশ আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল সেই দৃশ্যে, যা আজও দর্শক ভোলেননি। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুট করা হয়েছিল সেই দৃশ্য?
‘আনন্দ’ ছবির সংলাপ এবং তার শেষ দৃশ্য নিয়ে আজও আলোচনা হয়। বাবুমশাইয়ের মৃত্যু কাঁদিয়েছিল দর্শককে। কাঁদিয়েছিল, আনন্দর সংলাপ ‘জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি’। কিন্তু আপনি কী জানেন, শুটিংয়ের সময় ঘটেছিল ঠিক উল্টো ঘটনা। এমন আবেগঘন মুহূর্তের শুটিংয়ে হেসে লুটিয়ে গিয়েছিলেন অমিতাভ এবং রাজেশ। কষ্টের লেশমাত্র ছিল না তাঁদের মধ্যে। তেমন কথাই স্বীকার করে নিয়েছিলেন অমিতাভ স্বয়ং।
২০০০ সালের একটি সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, “ওই মুহূর্তটায় আমি এবং রাজেশ খিলখিল করে হেসেছিলাম। এটাই সত্যি কথা। আমার চোয়াল ব্যাথা হয়ে গিয়েছিল। ”
অমিতাভ বচ্চন এবং ঋষিকেশ মুখোপাধ্যায়ের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল ‘আনন্দ’। কেবল ‘আনন্দ’ নয়, তারপর ৮টি ছবিতে সঙ্গে কাজ করেছিলেন অমিতাভ-হৃষিকেশ। প্রতিটি চরিত্র ছিল একে অন্যের চেয়ে অনেকটাই আলাদা।
১৯৭৩ সালে প্রথম সাফল্যের মুখ দেখেছিলেন অমিতাভ। সে সময় ‘জ়ঞ্জির’ মুক্তি পেয়েছিল এবং জনপ্রিয়ও হয়েছিল। অভিনেতার গায়ে তকমা লেগেছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর। তারপর প্রকাশ মেহেরা, মনমোহন দেশাই, এমনকী যশ চোপড়ার সঙ্গেও কাজ করেছেন অমিতাভ।