Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অন্যের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে’, সলমনের সহ অভিনেত্রীর আর্থিক অনটন প্রকাশ্যে

Sunita Shirole: সুনীতার বয়স অনেকটাই। ৮৫ বছর অতিক্রম করেছেন তিনি। স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভাল নয়। প্যানডেমিকের কারণে হাতে কোনও কাজ নেই।

‘অন্যের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে’, সলমনের সহ অভিনেত্রীর আর্থিক অনটন প্রকাশ্যে
সুনীতা শিরোলে এবং সলমন খান।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 3:32 PM

বলিউডের বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি। বেশ কিছু টেলিভিশন শোয়ে কাজেরও অভিজ্ঞতা রয়েছেন তাঁর। তিনি অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী সুনীতা শিরোলে। ইদানিং প্রবল আর্থিক অনটনে রয়েছেন। নিজের আর্থিক দুরবস্থার কথা প্রকাশ করলেন তিনি।

সুনীতার বয়স অনেকটাই। ৮৫ বছর অতিক্রম করেছেন তিনি। স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভাল নয়। প্যানডেমিকের কারণে হাতে কোনও কাজ নেই। বাঁ পায়ে চিড় ধরার পর এখন নাকি আর পা ভাঁজ করতে পারেন না। এই অবস্থায় আর্থিক সঞ্চয় একেবারে তলানিতে এসে ঠেকেছে। কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজের চিকিৎসা করানোর ক্ষমতা এখন আর আগের মতো নেই তাঁর।

মুম্বইতে কাজের জন্য একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকেন সুনীতা। তিনি প্রকাশ্যে জানান, হাতে কোনও টাকা না থাকার কারণে গত তিন মাস সে বাড়ির ভাড়াও দিতে পারেননি। আপাতত সহকর্মী অভিনেত্রী নূপুর অলঙ্কারের বাড়িতে রয়েছেন তিনি। তাঁর এই অবস্থার কথা প্রকাশ্যে আসার পর সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশনের তরফে নূপুরের কাছে তাঁর জন্য কিছু আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। এ জন্য সিআইএনটিএএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর্থিক সাহায্য আসার পর সুনীতার জন্য একজন প্রফেশনাল নার্সের ব্যবস্থা করেছেন নূপুর। সদ্য সাংবাদিকদের সুনীতা বলেন, “প্যানডেমিকের আগে পর্যন্ত কাজ করেছি আমি। প্যানডেমিকে কাজ ছিল না। তখন তো বেঁচে থাকতে হবে, সে সময় আমার সব সঞ্চয় ফুরিয়ে গিয়েছে। কিডনি সংক্রমণ আর হাঁটুর ব্যথা নিয়ে তার মধ্যে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল। হাসপাতালেই দু’বার পড়ে গিয়েছিলাম। তখন আমার বাঁপায়ে চিড় ধরে। বাঁ পা আর ভাঁজ করতে পারি না। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। সব কিছু নিয়ে লড়াই করছি।”

সুনীতা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি কাজ শুরু করতে চান। কারণ তাঁর অর্থের প্রয়োজন। কিন্তু তাঁর পায়ের অবস্থা এতটাই খারাপ যে ফের হাঁটাচলা করতে পারবেন কি না, নিশ্চিত নন। তাঁর কথায়, “যখন রোজগার করেছি, যাঁদের প্রয়োজন তাঁদের সাহায্য করেছি। এখন আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার আর্থিক সাহায্য প্রয়োজন। কখনও ভাবিনি জীবনে এমন পরিস্থিতি আসবে। আমার এবং আমার স্বামীর ব্যবসার জন্য রোজগারের সিংহভাগ অর্থ লগ্নি করেছিলাম। কিন্তু ওয়্যারহাউজে আগুন লেগে আমরা নিঃস্ব হয়ে যাই। ২০০৩-এ আমার স্বামী মারা যান। আজ অন্য মানুষের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে। এ ভাবে বেঁচে থাকা খুব কঠিন।”

২০১৫-এ মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’-এ সলমন খানের সঙ্গে কাজ করেছিলেন সুনীতা। এ ছাড়া দ্য ‘লেজেন্ড অব ভগৎ সিং’, ‘মেড ইন চায়না’, ‘কৃষ্ণা: দ্য ওয়ারিয়র পোয়েট’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে টেলিভিশনে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এর মতো শোে তাঁর পারফরম্যান্স দেখেছেন দর্শক।

আরও পড়ুন, পর্ন কাণ্ডে স্বস্তিতে রাজ, অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ আদালতের

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের