Vicky Kaushal: ফিল্মের সেটে চরম অপমান, হাউহাউ করে কান্না ভিকি কৌশলের বাবার
Vicky Kaushal: মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়েছিলেন ভিকি কৌশল। বাবা শ্যাম কৌশল দীর্ঘ সময় বলিউডে কাজ করেছেন স্টান্ট ম্যান হিসেবে। হিরোর নেপথ্যে থেকে একের পর এক স্টান্ট পারফর্ম করেছেন তিনি।
মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়েছিলেন ভিকি কৌশল। বাবা শ্যাম কৌশল দীর্ঘ সময় বলিউডে কাজ করেছেন স্টান্ট ম্যান হিসেবে। হিরোর নেপথ্যে থেকে একের পর এক স্টান্ট পারফর্ম করেছেন তিনি। এ হেন শ্যামকেই ফিল্মের সেটে এতটাই অপমান করা হয়েছিল যে বাড়ি এসে স্ত্রীর কাছে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন তিনি। সেই ঘটনা আজও মনে রেখেছেন ছেলে ভিকি। বাবাকে ওভাবে কাঁদতে দেখা, যন্ত্রণার কথা, তিনি ভুলে যাননি। তাঁর কথায়, “বাবা বারংবার আমাদের মানসিক দিক দিয়ে শক্ত করার চেষ্টা করেছিলেন। আমাদের প্রকাশ্যেই বলতেন, ‘আজকে সেটে আমাকে অপমান করা হয়েছে। আমি ফিরে এসে তোমার মায়ের কাছে কেঁদেছি।’
শুধু তাই নয়, মায়ের কাছ থেকেও শুনেছি একবার এক সিনিয়র সকলের সামনে তাঁর স্টান্টম্যান পরিচয়ের জন্য তাঁকে অপমান করেন।” ভিকি জানিয়েছেন, অপমানিত হওয়ার এ হেন সত্য ঘটনা তাঁদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়নি। আর কোথাও গিয়ে এই সব সত্যই শক্ত করেছে তাঁদের, মানসিকভাবে করেছে আরও জোরাল। স্টান্টম্যান হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে তিনি স্টান্ট ডিরেক্টর হন। ‘দঙ্গল’, ‘বাজিরাও মস্তানি’সহ বহু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এ সবের মধ্যেই তাঁর শিকড় ভুলে যাননি শ্যাম।
ভিকির বিয়ের আগে এটিএমে পায়ে হেঁটে গিয়ে টাকা তুলতে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। মুগ্ধ হয়েছিল দর্শক। সুপারস্টারের বাবা হয়েও এত সাদামাঠা জীবন! ধন্য ধন্য করেছিলেন সকলে। ভিকি নিজেও সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। তাঁর সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ের পর হয়েছিল বিস্তর সমালোচনা। অনেকেই মনে করেছিলেন, ক্যাটরিনার সঙ্গে তাঁর বিয়ে কিছুতেই টিকবে না। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। এখনও পর্যন্ত যদিও সবকিছু বেশ ভালই চলছে।