Jacqueline Fernandez: কোটি টাকার প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের চুম্বনের ছবি ফাঁস!
সূত্র বলছে, জ্যাকলিনের সঙ্গে সুকেশের ওই ছবি এই বছরেরই এপ্রিল-জুন মাস নাগাদ তোলা হয়েছিল। সেই সময় সুকেশ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন।
বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ফাঁস হয়ে গেল তাঁর ঘনিষ্ঠ ছবি। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিনের গালে চুম্বন দিচ্ছেন সুকেশ। সুকেশ বিবাহিত। তিনি ও তাঁর স্ত্রী রিনা এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত।
সূত্র বলছে, জ্যাকলিনের সঙ্গে সুকেশের ওই ছবি এই বছরেরই এপ্রিল-জুন মাস নাগাদ তোলা হয়েছিল। সেই সময় সুকেশ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, সেই সময়ই জ্যাকলিনের সঙ্গে নাকি প্রায় চার বার দেখা হয়েছিল সুকেশের। অভিনেত্রীর জন্য ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সুকেশ। এর আগে সুকেশের আইনজীবী দাবি করেছিলেন, সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। যদিও জ্যাকলিনের তরফে তা অস্বীকার করা হয়।
প্রসঙ্গত, দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং এর আগে সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। যদিও জ্যাকলিনের তরফে জানানো হয়েছিল সুকেশ কাণ্ডে শুধুমাত্র সাক্ষী হিসেবে তাঁকে তলব করা হয়েছে। সুকেশের সঙ্গে ফাঁস হওয়া এই ছবি যে নিঃসন্দেহে অভিনেত্রীর অস্বস্তি বাড়াল তা বলার অপেক্ষা রাখে না।
আরো পড়ুন- Bollywood: কেউ ২১ বছর বয়সে কেউ আবার ২৪! সন্তান দত্তক নিয়েছেন যে ৫ বলি-অভিনেত্রী