Vivek Ranjan Agnihotri: বড় ঘোষণা! ‘মহাভারত’ তৈরি করতে চলেছেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী

Mahabharat: একটি ভিডিয়োও শেয়ার করেছেন বিবেক। তাতে মহাভারত কী, তা নিয়ে তিনি কিছু প্রশ্ন করেছেন। এটি কি হিন্দুদের সনাতন মহাকাব্য নাকি মাইথোলজি। ১৭ বছর ধরে ডাঃ এসএল বিরাপ্পা গবেষণা করেছেন এই ছবির। তারপর লিখেছেন পর্ব বইটি। বইটিকে মাস্টারপিসের মাস্টারপিস বলেছেন বিবেক। তবে এখনই তিনি জানাননি সেই ছবিতে কারা-কারা অভিনয় করবেন।

Vivek Ranjan Agnihotri: বড় ঘোষণা! 'মহাভারত' তৈরি করতে চলেছেন 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী
বিবেকরঞ্জন অগ্নিহোত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 8:50 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘দ্যা ভ্যাক্সিন ওয়ার’। দিন দুই আগেই ‘দ্যা কাশ্মীর ফাইলস’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। অস্কার কমিটি তাদের লাইব্রেরিতে ঠাঁই দিয়েছে ‘দ্যা ভ্যাক্সিন ওয়ার’-এর চিত্রনাট্যকে। সেই চিঠি বিবেক শেয়ার করেছেন তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে। এবার জানালেন আরও একটি ভাল খবর। তিনি তৈরি করছেন মহাভারত এবং সেটি তিনি তৈরি করছেন তিনটি ভাগে।

চিরকালই তাঁর ছবির মাধ্যমে সত্যি তুলে ধরেন বিবেক। ‘মহাভারত’-এর সত্যি তুলে ধরতে চান তিনি। ‘মহাভারত’-এর গল্প মাইথোলজি নাকি বাস্তব, তা নিয়েই তৈরি করবেন ছবি। ছবির চিত্রনাট্য অনুপ্রাণিত হয়েছে লেখক ডাঃ এসএল বাইরাপ্পার বই ‘পূর্ব: অ্যান এপিক টেইল অফ ধর্মা’ গল্প অবলম্বনে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও শেয়ার করেছেন বিবেক। তাতে ‘মহাভারত’ কী, তা নিয়ে তিনি কিছু প্রশ্ন করেছেন। এটি কি হিন্দুদের সনাতন মহাকাব্য নাকি মাইথোলজি। ১৭ বছর ধরে ডাঃ এসএল বিরাপ্পা গবেষণা করেছেন এই ছবির। তারপর লিখেছেন পর্ব বইটি। বইটিকে মাস্টারপিসের মাস্টারপিস বলেছেন বিবেক। তবে এখনই তিনি জানাননি সেই ছবিতে কারা-কারা অভিনয় করবেন।