২০১৮। ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে অভিনয়ের জার্নি শুরু করেন সারা আলি খান। প্রথম ছবিতে তাঁর সহ অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। পারিবারিক ভাবেই অভিনয়ের ব্যাকগ্রাউন্ড রয়েছে সারার। ফলে অভিনয়কে পেশা হিসেবে নিতে পারেন, এ যেন জানা ছিল। কিন্তু তাঁর অভিনয় জগতে প্রবেশের সিদ্ধান্তকে কি আদৌ স্বাগত জানিয়েছিলেন সইফ? অবশেষে সেই সত্যি প্রকাশ করলেন সারা।
সদ্য এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, তাঁর অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে সইফের আপত্তি ছিল না, ঠিকই। কিন্তু ডেবিউ ছবি হিসেবে ‘কেদারনাথ’কে বেছে নেওয়ায় নাকি খুশি হননি সইফ। তবে মেয়ের উপর সইফের নাকি বিশ্বাস ছিল, কোনও প্রজেক্ট সম্পর্কে নিশ্চিত না হয়ে সারা রাজি হবেন না। তবে মেয়ের জীবনের যে কোনও সিদ্ধান্ত মেয়েই নিক, এটা বরাবর চেয়েছিলেন সইফ।
‘কেদারনাথ’-এ সারার কাজ পছন্দ করেছিলেন দর্শক। তেমন বাণিজ্যিক সাফল্য সে ছবি পায়নি, কিন্তু সারার পারফরম্যান্স নজর কেড়েছিল। আর তাতে গর্বিত হয়েছিলেন সইফ। আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’-তে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করেছেন সারা। আদিত্য ধরের ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’য় ভিকি কৌশলের সঙ্গে কাজ করেছেন। দুটি ছবিই রয়েছে মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন, সন্তুর ছবি দেখে প্রশ্ন,‘এটা আপনার রিয়েল ফাদার?’ স্বস্তিকার উত্তর, ‘না রেন্ট করেছি’