সন্তুর ছবি দেখে প্রশ্ন,‘এটা আপনার রিয়েল ফাদার?’ স্বস্তিকার উত্তর, ‘না রেন্ট করেছি’
মা চলে যাওয়ার পর বাবার সঙ্গে থাকতেন স্বস্তিকা। বরাবরই বাবার সঙ্গে বন্ধুর সম্পর্ক ছিল তাঁর। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হন বাবাও।
সন্তু মুখোপাধ্যায়ের কোলে তিনি। বাবার গলা জড়িয়ে ধরে রয়েছেন। ঠিক এমন একটি ছবি ফাদার্স ডে-তে শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বাবার সঙ্গে কাটানো সব মুহূর্তই স্পেশ্যাল। তার মধ্যে থেকেই একটি ছবি বেছে নিয়েছেন এই বিশেষ দিনের জন্য।
স্বস্তিকা লিখেছেন, ‘এখন আর এত সুপুরুষ খুঁজে পাই না কেন? যদি কেউ খুঁজে পান, আমাকে জানাবেন। … আমার দেখা সবথেকে দয়ালু মানুষটিকে জানাই হ্যাপি ফাদার্স ডে। পরের জন্মে আমার কাছেই ফিরে এস।’
স্বস্তিকার সেই উত্তর। ছবি ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
মা চলে যাওয়ার পর বাবার সঙ্গে থাকতেন স্বস্তিকা। বরাবরই বাবার সঙ্গে বন্ধুর সম্পর্ক ছিল তাঁর। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হন বাবাও। অভিনেতা হিসেবে সন্তু মুখোপাধ্যায়ের কাজ নিয়ে আজও চর্চা করেন দর্শক। বাবার মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন স্বস্তিকা। কোথাও যেন উত্তরাধিকার ধরে রেখেছেন তিনি। এ দিন পুরনো ছবি শেয়ার করার পর অভিনেতা সন্তুকে নিয়েও কমেন্ট করেন বহু অনুরাগী। কেউ বা বাবা-মেয়ের রসায়ন নিয়ে মন্তব্য করেন।
View this post on Instagram
সব মন্তব্যের উত্তর দেন না স্বস্তিকা। কিন্তু এই ছবিতে একটি বিশেষ মন্তব্যের উত্তর দিয়েছেন তিনি। জনৈক অনুরাগী প্রশ্ন করেন, ‘ম্যাডাম এটা আপনার রিয়েল ফাদার?’ তার উত্তরে স্বস্তিকা মজা করে লেখেন, ‘না রেন্ট করেছি।’
আরও পড়ুন, ফাদার্স ডে-তে নিজের বাবা নন, অন্য এক বাবার কথা মনে পড়ল পাভেলের