আহ্লাদি মেয়ের আবদার রাখতে এতদূর পৌঁছে গেলেন দেবাশিস কুমার!
বয়স ৬০ ছাড়িয়েছে বছর কয়েক আগেই। কিন্তু একমত্র মেয়ে দেবলীনা কুমারের আবদার যে কিছুতেই ফেরান না রাজনীতিবিদ তথা বিধায়ক, মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর শখ পূরণ করতে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে দেবাশিস যা করলেন সেই কথাই শেয়ার করেছেন দেবলীনা।

বয়স ৬০ ছাড়িয়েছে বছর কয়েক আগেই। কিন্তু একমত্র মেয়ে দেবলীনা কুমারের আবদার যে কিছুতেই ফেরান না রাজনীতিবিদ তথা বিধায়ক, মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর শখ পূরণ করতে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে দেবাশিস যা করলেন সেই কথাই শেয়ার করেছেন দেবলীনা। আজ তাঁর বাবার জন্মদিন। ৬৫ বছর পূর্ণ করলেন তিনি। বাবার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার জন্মদিনে বাবা ট্র্যাম্পোলাইন চড়েছিল, কারণ আমি বায়না করেছিলাম। সেই কারণেই বাবা। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা।” এই মাসের ছয় তারিখেই জন্মদিন ছিল দেবলীনার। তাঁর অনুরোধ বাবা ফিরিয়ে দেবেন এমনটাকি হয়?
প্রসঙ্গত, বিধায়ক কন্যা হওয়ায় মাঝেমধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় দেবলীনাকে। খুব শীঘ্রই ডক্টরেট উপাধি পাবেন তিনি। সে নিয়েও হয়েছিল কটাক্ষ। বাবার কারণেই মিলছে ডিগ্রি, রটেছিল এমন কথাও। তা নিয়ে মুখ খুলেছিলেন দেবলীনা। বলেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলিং হয় আমাকে নিয়ে। বলা হয় যে আমি বিধায়ক কন্যা এবং এই মুহূর্তে উত্তরকুমারের নাত বউ বলেই আমি প্রচণ্ড প্রিভিলেজড। কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টস আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয়, আমি যা-যা করছি, কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি, সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে।”
এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত তিনি। ধারাবাহিকের কাজ ছেড়ে দিয়েছেন। তাঁর কারণ একটাই, নাচের অনেক অনুষ্ঠান রয়েছে তাঁর বিদেশে। ধারাবাহিকে টানা কাজের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলি।
