Priyanka Chopra: অফ ডে-এর দিন কী করেন প্রিয়াঙ্কা চোপড়া?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 07, 2021 | 5:30 PM

মাঝসমুদ্রের ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে।

Priyanka Chopra: অফ ডে-এর দিন কী করেন প্রিয়াঙ্কা চোপড়া?
প্রিয়াঙ্কা চোপড়া

Follow Us

আপনি কী করেন ডে অফে? বাড়ির কাজ, ঘর গোছানো, বাসন মাজা, কাপড় কাচা – এসবই করেন। আরও ভাল কিছু বলতে সিনেমা দেখে, বিঞ্জ ওয়াচ করেন ওয়েব সিরিজ় দেখে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন কিংবা প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা করেন, পরিবারের সঙ্গে সময় কাটান। কিন্তু তারকাদের ডে অফ তাঁদের স্পটলাইটের মতোই ঝলমলে।

সম্প্রতি ডে অফ কাটালেন প্রিয়াঙ্কা। কী করলেন বলুন তো? প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়ালেন দিনভর। একা নন। পরিবারের নিকটজনরা ছিলেন তাঁরই সঙ্গে। সারাদিনের অসংখ্য ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। কখনও সুইম ওয়্য়ারে, কখনও জলে, কখনও স্পিড বোটে পরিবারের সঙ্গে। ছবির ক্যাপশনে পিগি চপস লিখেছেন, “আদর্শ ডে অফ”।

চোপড়া পরিবারের সকলে ভীষণই পরিবার প্রিয়। বাড়ির লোকেদের সঙ্গে নিয়েই অবসর সময় কাটাতে পছন্দ করেন তাঁরা। কিছুদিন আগে মালদ্বীপে ছুটি কাটিয়েছেন প্রিয়াঙ্কার তুতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রতিমুহূর্তের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

পরিণীতি বাবা-মায়ের সঙ্গেই গিয়েছিলেন। গিয়েছিলেন তাঁর ভাই শিবাঙ্গও। ভাই-বোনে গান গেয়ে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই গান শুনে বাহবা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। ভাইয়ের সঙ্গে ৭ দিন একটি বোটে কাটিয়েছেন পরিণীতি। স্কুবা ডাইভিং করেছেন। প্রিয়াঙ্কা ছবি দেখতে চেয়েছিলেন সেই সব মুহূর্তের। তিনিও এবার ছুটি কাটালেন। শেয়ার করলেন ছবি। কমেন্ট সেকশনে বাহবা দিয়েছেন তাঁর স্বামী নিক জোনাসও।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: “মাফিয়া পাপ্পুরা আরিয়ানের সমর্থনে”, হৃত্বিকের পোস্টের পর আর কী বললেন কঙ্গনা?

আরও পড়ুন: Hrithik-Aryan: “শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি”, শুনানির আগে আরিয়ানের উদ্দেশে হৃত্বিকের খোলা চিঠি

আরও পড়ুন: Durga Puja 2021: অষ্টমীর দিন আমাদের পুজোর প্যান্ডেল পুড়ে গিয়েছিল: শাশ্বত চট্টোপাধ্যায়

Next Article