AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aryan Khan Drug Case: “মাফিয়া পাপ্পুরা আরিয়ানের সমর্থনে”, হৃত্বিকের পোস্টের পর আর কী বললেন কঙ্গনা?

কঙ্গনার বক্তব্য, "এই কঠিন সময় কাউকে নিয়ে গসিপ করা ঠিক নয়। কিন্তু সে কোনও ভুল করেনি এটাও বলাও অপরাধের সমান।"

Aryan Khan Drug Case: মাফিয়া পাপ্পুরা আরিয়ানের সমর্থনে, হৃত্বিকের পোস্টের পর আর কী বললেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত ও আরিয়ান খান
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 4:17 PM
Share

মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানকে বৃহস্পতিবার ফের তোলা হবে আদালতে। এদিনই আরিয়ানের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এদিন শাহরুখ-পুত্রকে জামিন দেওয়া হয় নাকি বাড়ানো হয় এনসিবি হেফাজতের সময়, এখন সেদিকেই নজর। আদালতে আরিয়ানকে তোলার আগে তাঁর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হৃত্বিক রোশন। এই পোস্টের পরই কঙ্গনার সোশ্যাল মিডিয়া স্টোরিতে নিজের বক্তব্য জাহির করেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারওর নাম না করে কঙ্গনা লিখেছেন, “আরিয়ানের সমর্থনে মাফিয়া পাপ্পুরা এসে হাজির হচ্ছে এখন… আমরা ভুল করি কিন্তু সেই ভুলকে গৌরবান্বিত করি না…আমার বিশ্বাস এই ঘটনা ওকে জীবনের দিশা দেখাবে। এই ধরনের কাজের কী ফল হতে পারে আশা করি সেটা ও বুঝতে পারবে… এর থেকে ও শিখবে, আরও ভাল হবে, বড় হবে… এই কঠিন সময় কাউকে নিয়ে গসিপ করা ঠিক নয়। কিন্তু সে কোনও ভুল করেনি এটা বলাও অপরাধের সমান।”

হৃত্বিক তাঁর পোস্টে খোলা চিঠি লিখেছিলেন আরিয়ানকে। বলেছেন, “আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত জার্নি। খুবই অনিশ্চিত। জীবন তোমার কাছে বাঁকা বল ছুঁড়ে দেবে। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি কঠিন মানুষদের সবচেয়ে কঠিন বল দেন খেলার জন্য। তোমাকে বুঝতে হবে, সকলের মধ্যে তিনি তোমাকে বেছে নিয়েছেন সেই খেলায়। আমি জানি সেটা চাপই তুমি এখন অনুভব করছ। রাগ, বিভ্রান্তি, অসহায় মনে হচ্ছে তোমার। এগুলোই তোমার মধ্যে উপস্থিত হিরোকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সাবধান থেকো, এই সবই তোমার মধ্যে থাকা ভালটাকেও নষ্ট করে দিতে পারে। ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য… সবটাই এক, যদি না বুঝতে পারো কোনটা তোমার মধ্যে রাখবে, কোনটা তোমার থেকে বাদ দেবে। তোমাকে জানতে হবে, এসবই তোমাকে তৈরি হতে সাহায্য করবে। তোমাকে আমি শিশু অবস্থা থেকে চিনি। তোমাকে একজন পুরুষ হিসেবেও আমি চিনি। সবই তোমার। অভিজ্ঞতা থেকে সবটাই তোমার অর্জিত। এগুলোই তোমার উপহার। বিশ্বাস করো আমায়। এই বিন্দুগুলোকে যখন জড়ো করবে, দেখবে সবটারই মানে তুমি বুঝতে পারছ। শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি। নিজেকে শান্ত রাখো। সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে আগামীর জন্য। একদিন তোমার জন্য সূর্য হাসবে। এরজন্য তোমাকে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ভিতরের আলোয় বিশ্বাস করো। এই আলো তোমার মধ্যে সবসময় আছে। ভালবাসি তোমায়।”

আরিয়ানের গ্রেফতারির পর তাঁর সমর্থনে বলিউডের অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। গ্রেফতারির দিনই শাহরুখের বাড়িতে এসে হাজির হয়েছিলেন সলমন খান। পূজা ভাট থেকে শুরু করে হনসল মেহতা, সুজান খান… আর এখন হৃত্বিকও। বলিউডের একটা বড় অংশকে কঠিন সময়ে পাশে পাচ্ছে খান পরিবার।

আরও পড়ুন: Hrithik-Aryan: “শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি”, শুনানির আগে আরিয়ানের উদ্দেশে হৃত্বিকের খোলা চিঠি

আরও পড়ুন: Mumbai Cruise Drug Party: ফের হেফাজত নাকি জামিন? আজ আবারও আদালতে তোলা হবে শাহরুখ-পুত্রকে

আরও পড়ুন: Aryan Khan: গ্রেফতার হওয়ার সময় হাসছিলেন আরিয়ান? ভাইরাল হল ছবি