Raj Kapoor-Lata Mangeshkar: রাত ১টায় লতা মঙ্গেশকরকে ফোন করে কী বলেছিলেন রাজ কাপুর?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 26, 2021 | 6:52 PM

গানের ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় লতাকেও উপস্থিত থাকতে বলেছিলেন রাজ কাপুর।

Follow Us

রাজ কাপুরকে নিয়ে একটি বই লিখেছেন চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইল। বইটির নাম ‘মাস্টার অ্যাট ওয়ার্ক’। এবারে গোয়ায় আয়োজিত দেশের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে রাজ কাপুর সম্পর্কে দারুণ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন রাহুল। সবটা যদিও বইয়েরই অংশ।

https://www.youtube.com/watch?v=H8Fu_O7y-dg

দশ চ্যাপ্টারের বইতে রয়েছে রাজ কাপুর সম্পর্কে বেশ কিছু উপাখ্যান। রাহুল বলেছেন, “রাজ কাপুর ছিলেন দূরদৃষ্টির অধিকারী। বড় স্বপ্ন দেখতেন। তাঁর মস্তিষ্কের ক্যানভাসে এঁকে রেখেছিলেন নানা কিছু। হাত দিয়ে ছোঁয়া যেত সেই ক্যানভাস। সেই সময় দাঁড়িয়ে ‘জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যাঁ’-এ মতো ছবি তৈরি করেছিলেন। ডাকাতরাজ চলা ভারতের গল্প। তবে সেই গল্পে হিংসা ছিল কম, সঙ্গীত ছিল বেশি। সেই ছবিরই গান ‘আ অব লট চলেঁ’। এই গানটির জন্য় বিশাল কোরাস ও কলাকুশলীর প্রয়োজন ছিল। রাত ৩টের সময় শুটিং করেছিলেন। রাস্তায় কোনও লোকজন, কেউ ছিল না। কোনও ট্রাফিকও ছিল না।”

সে রকমই লতা মঙ্গেশকরকে একবার ফোন করেছিলেন রাত ১টায়। রাহুলের কথায়, গানের ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় তাঁকেও উপস্থিত থাকতে বলেছিলেন রাজ কাপুর। লতা রাজি হয়েছিলেন। অনুরোধে শুটিং শুরুর আগে আলাপও করেছিলেন জমিয়ে।

আরও পড়ুন: New Web Series: সন্ত্রাসবাদ দমন নিয়ে ওয়েব সিরিজ়, কবে আসছে ‘স্লিপার সেল’?

আরও পড়ুন: 83 Teaser: প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্ত ‘৮৩’র টিজ়ারে, মুগ্ধ দর্শক

আরও পড়ুন: New Web Series: সন্ত্রাসবাদ দমন নিয়ে ওয়েব সিরিজ়, কবে আসছে ‘স্লিপার সেল’?

আরও পড়ুন: Raj Chakraborty: ধর্ম নিয়ে যুদ্ধ চলছে, চলবেও, ক্ষতি হবে সাধারণের: রাজ চক্রবর্তী

রাজ কাপুরকে নিয়ে একটি বই লিখেছেন চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইল। বইটির নাম ‘মাস্টার অ্যাট ওয়ার্ক’। এবারে গোয়ায় আয়োজিত দেশের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে রাজ কাপুর সম্পর্কে দারুণ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন রাহুল। সবটা যদিও বইয়েরই অংশ।

https://www.youtube.com/watch?v=H8Fu_O7y-dg

দশ চ্যাপ্টারের বইতে রয়েছে রাজ কাপুর সম্পর্কে বেশ কিছু উপাখ্যান। রাহুল বলেছেন, “রাজ কাপুর ছিলেন দূরদৃষ্টির অধিকারী। বড় স্বপ্ন দেখতেন। তাঁর মস্তিষ্কের ক্যানভাসে এঁকে রেখেছিলেন নানা কিছু। হাত দিয়ে ছোঁয়া যেত সেই ক্যানভাস। সেই সময় দাঁড়িয়ে ‘জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যাঁ’-এ মতো ছবি তৈরি করেছিলেন। ডাকাতরাজ চলা ভারতের গল্প। তবে সেই গল্পে হিংসা ছিল কম, সঙ্গীত ছিল বেশি। সেই ছবিরই গান ‘আ অব লট চলেঁ’। এই গানটির জন্য় বিশাল কোরাস ও কলাকুশলীর প্রয়োজন ছিল। রাত ৩টের সময় শুটিং করেছিলেন। রাস্তায় কোনও লোকজন, কেউ ছিল না। কোনও ট্রাফিকও ছিল না।”

সে রকমই লতা মঙ্গেশকরকে একবার ফোন করেছিলেন রাত ১টায়। রাহুলের কথায়, গানের ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় তাঁকেও উপস্থিত থাকতে বলেছিলেন রাজ কাপুর। লতা রাজি হয়েছিলেন। অনুরোধে শুটিং শুরুর আগে আলাপও করেছিলেন জমিয়ে।

আরও পড়ুন: New Web Series: সন্ত্রাসবাদ দমন নিয়ে ওয়েব সিরিজ়, কবে আসছে ‘স্লিপার সেল’?

আরও পড়ুন: 83 Teaser: প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্ত ‘৮৩’র টিজ়ারে, মুগ্ধ দর্শক

আরও পড়ুন: New Web Series: সন্ত্রাসবাদ দমন নিয়ে ওয়েব সিরিজ়, কবে আসছে ‘স্লিপার সেল’?

আরও পড়ুন: Raj Chakraborty: ধর্ম নিয়ে যুদ্ধ চলছে, চলবেও, ক্ষতি হবে সাধারণের: রাজ চক্রবর্তী

Next Article