Alia-Ranbir Wedding: ‘আমিও ধোয়া তুলসী পাতা নই’, ‘ক্যাসানোভা’ স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 16, 2022 | 11:44 AM

Ranbir Kapoor Affairs: অফিশিয়াল হওয়া সম্পর্কগুলির আড়ালে বিবাহিত মহিলাদের সঙ্গে লুকিয়ে সম্পর্কে রেখে গিয়েছিলেন রণবীর। এমনটা কথিত আছে বলি অন্দরে।

Alia-Ranbir Wedding: আমিও ধোয়া তুলসী পাতা নই, ক্যাসানোভা স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া
আলিয়া ভাটের বক্তব্য।

Follow Us

ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন ছিলেন বহু চর্চিত। মাঝে রয়েছে আরও অনেক নাম। সকলেই রণবীরের এক্স। বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রণবীরের। তিনি ইন্ডাস্ট্রির ‘ব্যাড বয়’। টিভির একটি টকশোতে এসে আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাটও রণবীর সম্পর্কে বলেছিলেন তিনি ‘ক্যাসানোভা’। আলিয়াও ‘দুধ কি ধুলি’ নন। অন্য কেউ বলছে না। এই কথা বলেছিলেন খোদ আলিয়াই। পুরনো একটি সাক্ষাৎকারে আলিয়া নিজেই সেই কথা স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, তিনি নিজে ধোয়া তুলসী পাতা নন। তাঁরও অতীতে অনেক সম্পর্ক হয়েছে।

আলিয়া বলেছিলেন, “আপনাদের বলে রাখি, রণবীর জটিল মানুষ নয়। খুবই সাধারণ একজন মানুষ। এতটাই ভাল, মাঝে মধ্যে ভাবি আমি যদি ওঁর মতো হতে পারতাম। একজন অভিনেতা হিসেবে, একজন মানুষ হিসেবে… সবরকম ভাবেই। আমার থেকে অনেক ভাল মানুষ রণবীর।”

রণবীর কাপুরের মহিলা সঙ্গ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। অনেকে মনে করেন জামাকাপড় পাল্টানোর মতো গার্লফ্রেন্ড পাল্টেছেন রণবীর। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় দীপিকার মন ভেঙেছিলেন রণবীর। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পরপরই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীরের। শেষমেশ আলিয়াকেই বিয়ে করেছেন রণবীর। যে-যে ছবিতে অভিনয় করেছেন, সেই ছবিগুলির অভিনেত্রীদেরও ডেট করেছেন তারকা। যেমন ‘সাওয়ারিয়া’ তৈরির সময় সোনম কাপুরকে ডেট করেছিলেন রণবীর। ‘রকস্টার’ করার সময় নার্গিস ফাকরির সঙ্গে প্রেমের গুঞ্জনের কথা শোনা গিয়েছিল। দীপিকা-ক্যাটরিনার ক্ষেত্রেও সেরকমটাই শোনা যায়। যদিও দীপিকা এবং ক্যাটরিনা ছিলেন রণবীরের লং টার্ম গার্লফ্রেন্ড। ক্যাটরিনার সঙ্গে লিভ টুগেদারও করেছেন রণবীর।

আরও একটি বিষয় কথিত আছে বলিউডে। অফিশিয়াল হওয়া সম্পর্কগুলির আড়ালে বিবাহিত মহিলাদের সঙ্গে লুকিয়ে সম্পর্কে রেখে গিয়েছিলেন রণবীর। বয়সে অনেক বড় মহিলাদের সঙ্গে ছিল তাঁর সম্পর্ক।

আরও পড়ুন: Ranbir Kapoor Controveries: ‘বউদি’দের প্রতিই চিরকাল টান অনুভব করেছেন …

আরও পড়ুন: Alia-Ranbir Marriage: ২৯ বছরে সাদা শাড়িতেই সাজলেন, গাঙ্গুবাইয়ের সঙ্গে অদ্ভুত যোগ আলিয়ার বিয়ের

আরও পড়ুন: Alia-Ranbir Marriage: নতুন জামাই রণবীরকে শিশুর মতো জড়িয়ে ধরলেন মহেশ, তৈরি শ্বশুর-জামাইয়ের নয়া সিলসিলা

Next Article