SSR: সুশান্তের সঙ্গে ছবি করতে চাননি পরিণীতি, কেন? অতীত উস্কে দিলেন অনুরাগ কাশ্যপ
SSR: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন বছর পার হয়ে গিয়েছে। তবু স্মৃতি এখনও টাটকা। আজও তাঁকে নিয়ে চর্চা। ভক্তদের চোখের জলে প্লাবিত হয় সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল এর আগেই।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন বছর পার হয়ে গিয়েছে। তবু স্মৃতি এখনও টাটকা। আজও তাঁকে নিয়ে চর্চা। ভক্তদের চোখের জলে প্লাবিত হয় সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল এর আগেই। গোটা বলিউডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জন সাধারণ। তাঁদের অভিযোগ ছিল, ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে তাঁকে। সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন। শোনা গিয়েছিল স্টারকিড না হওয়ার কারণে নাকি বেশ কিছু ছবি থেকে বাদ পড়েন সুশান্ত। সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে মন্তব্য করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কী বলেছিলেন তিনি। অনুরাগ টেনে এনেছিলেন পরিণীতি চোপড়ার প্রসঙ্গ। জানিয়েছিলেন, সুশান্ত টিভি স্টার হওয়ার দৌলতেই নাকি সুশান্তের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চাননি পরিণীতি। কী সেই ছবি? কী বলেছিলেন অনুরাগ?
তাঁর কথায়, ” হাসি তো ফাসি ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের। ছবিটির জন্য এক অভিনেত্রীর প্রয়োজন ছিল। আমরা অফার নিয়ে পরিণীতির কাছে যাই। কিন্তু ও আমাদের সাফ জানিয়ে দেয় যে, ‘আমি কোনও টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করতে চাই না’। আমরা ওকে বোঝাই সুশান্ত কে? ওকে এটাও বোঝাই যে, ‘কাই পো চে’ নামক এক ছবিতে অভিনয় করছে ও। বোঝাই পিকে তে অভিনয় করছে। তাই যখন ‘হাসি তো ফাসি’ মুক্তি পাবে তখন ওর গন্ডি শুধুমাত্র টেলিভিশনেই আটকে থাকবে না।” কিন্তু পরিণীতি রাজি হননি। এর পরেই যশরাজ থেকে ফোন পান সুশান্ত। তাঁকে জানানো হয়, ‘হাসি তো ফাসি’তে অভিনয় করছেন না তিনি। বরং সেই জায়গায় কাজ করেন সিদ্ধার্থ মালহোত্রা।
যদিও পরিণীতির সঙ্গে কাজ করেছিলেন সুশান্ত। ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এ তাঁদের দেখা গিয়েছিল। প্রথমে ওই দুটো ছবিই করার কথা থাকলেও একটি ছবি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সুশান্তকে। এর পর সুশান্তকে নিয়ে ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেছিলেন অনুরাগ কাশ্যপ। যদিও পরিচালকের দাবি সাড়া মেলেনি সুশান্তের তরফে। পরিচালক এও জানান, মৃত্যুর কিছু দিন আগে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা সুশান্ত। যদিও উত্তর দেওয়া হয়নি তাঁর। সেই অনুশোচনা আজও দগ্ধ করে তাঁকে। গত ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে আজও চর্চা জারি। সুশান্ত নেই, রয়েছে তাঁর স্মৃতি। সেই স্মৃতিই এখন সম্বল ভক্তদের।