Bollywood Gossip: সোনামকে চরম অপমান? প্রকাশ্যে অভিনেত্রী সম্পর্কে এ কী বলে বসলেন রণবীর
Ranbir-Sonam: করণের শোয়ে গিয়ে কার কী লাভ হয়। কেবল বিতর্কে জড়িয়ে যাওয়া, তাতে যা লাভ হয়, সবটাই করনের। এমন কি উপহারের ডালিতেও তেমন কিছুই নাকি থাকে না। রণবীরের এই মন্তব্য নিয়ে চর্চাও কম হয়নি।
রণবীর কাপুর বরাবরই ভীষণ খোলামেলা কথা বলতে পছন্দ করেন। অধিকাংশ সময়ই তাঁর মন্তব্য ঘিরে কিছু না কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও একটা সময়ের পর নিজেকে বেশ কিছুটা গুঁটিয়ে নিয়েছিলেন রণবীর কাপুর। বিশেষ করে আলিয়ার সঙ্গে সম্পর্কে আসার পর। তিনি যেখানে সেখানে যাওয়াও পছন্দ করেন না এখন, ঠিক তেমনই কোথাও গিয়ে কারও বিষয় মন্তব্য করার আগেও দুবার ভাবতে দেখা যায় তাঁকে। এই কারণেই তিনি করণ জোহরের শো থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। রীতিমত ভাইরাল হয়েছিলেন বেফাঁস মন্তব্য করে। স্পষ্টই তাঁকে এক আসরে বলতে শোনা যায়, করণের শোয়ে গিয়ে কার কী লাভ হয়। কেবল বিতর্কে জড়িয়ে যাওয়া, তাতে যা লাভ হয়, সবটাই করনের। এমন কি উপহারের ডালিতেও তেমন কিছুই নাকি থাকে না। রণবীরের এই মন্তব্য নিয়ে চর্চাও কম হয়নি। তাই বলে তিনি সোনাম কাপুর সম্পর্কে মন্তব্য করতেও পিছপা হলেন না!
সোনাম কাপুর নাকি ভীষণ ড্রামাটিক, তাঁর মধ্যে বাস্তবতার অভাব রয়েছে। যার অর্থ সোনাম নিজে যা, তা সকলের সামনে তুলে ধরেন না। সেই কফি উইফ করণ-এই এমন মন্তব্য করেছিলেন করণ জোহর। ড্রামা কুইন বলেছিলেন সোনামকে। ভার্চ্যুয়াল সাক্ষাতে সরাসরি সোনাম কাপুরকে এই কথা বলেছিলেন রণবীর কাপুর। প্রসঙ্গত এখন সোনাম কাপুর বেশ কিছুটা দূরেই রয়েছেন সিনেপাড়া থাকা। ভালো কাজের খোঁজও করছেন তিনি।
দশকের পর দশক ধরে যে অনিল কাপুর একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন, এমনকি পাল্লা দিয়ে বর্তমানে নতুনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি করছেন, তাঁরই মেয়ে নাকি সুযোগের অপেক্ষায়? রণবীর কাপুরের সঙ্গেই বলিউডে অভিষেক হয় সোনাম কাপুরের। বলিউডে প্রথম পা রাখেন তিনি ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরেই। এরপর থেকে রণবীর কাপুরকে আর ফিরে তাকাতে হয়নি। যদিও বসেছিলেন না খোদ সোনাম কাপুরও। তিনিও একের পর এক ভাল ছবির প্রস্তাব পেয়েছিলেন কেরিয়ারের শুরুতেই। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। একটা সময়ের পর সোনামের হাতে ছবির পরিমাণ কমতে থাকে। এখন তিনি নিজেই জানিয়েছেন, ভাল প্রজেক্টের খোঁজ করছেন, কামব্যাকের জন্য।