Rishi-Neetu: মদ খেয়ে নিতুকে দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ফোন করতে বাধ্য করান ঋষি কাপুর!
Rishi-Neetu: বর্ণময় চরিত্র ঋষি কাপুরের। নিজেই স্বীকার করেছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা।
বর্ণময় চরিত্র ঋষি কাপুরের। নিজেই স্বীকার করেছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। নিজেই তা নিয়ে করেছেন আফসোস। লিখেছেন আত্মজীবনী, যার নাম ‘ঋষি কাপুর আনসেনসরড’। আর ওই বইয়েই ঋষি জানিয়েছেন স্ত্রী নিতু কাপুরকে দিয়ে প্রাক্তন প্রেমিকা যসমিনকে ফোন করতে বাধ্য করিয়েছিলেন বহুবার। ঋষি জানিয়েছেন, একটা সময় হচিল যখন যশমিনকে মারাত্মক ভালবাসতেন তিনি। কিন্তু যেই মুহূর্তে খ্যাতির সম্মুখীন হন ঠিক সেই সময়েই তাঁর ব্যবহার বদলে যেতে থাকে। ক্রমে অহংকারী হয়ে উঠতে শুরু করেন তিনি।
অভিনেতা নিজেই যোগ করেন, ক্রমে যশমিনের ও মনে হতে থাকে যে মানুষটিকে তিনি ভালবাসতেন ঋষি আর সেই মানুষটি আর নেই। ঋষি লেখেন, “আমাদের ব্রেকআপের পরেই জেহরিলা ইনসানের শুটের জন্য আউটডোরে গিয়েছিলাম আমি। জায়গাটি ছিল কর্ণাটকের চিত্রদুর্গ। আমি প্রচুর মদ খেতাম আর আমার সহ অভিনেত্রী নিতু সিংকে গিয়ে যসমিনকে ফোন করাতাম। ক্তহা বলার চেষ্টা করতাম।” তখনও কিন্তু তিনি নিতু কাপুর হননি, অর্থাৎ ঋষি কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়নি।
কিন্তু ভাগ্যের লেখা বদলাবে, এ সাধ্য কার? বিয়ে হয় দু’জনের। যদিও যসমিনের সঙ্গে এর পরেও বেশ কিছু অনুষ্ঠানে দেখা হয়েছে তাঁর। তাই বইয়ে লেখা রয়েছে, “এর পর যখন দেখা হয়েছে, তখন নিজেকে অনেক সম্ভ্রমের সঙ্গে ওর সামনে পেশ করেছি। আমার খুব কাছের এক বন্ধুকে পরবর্তীতে ও বিয়েও করে। নিতুর সঙ্গেও ওর সম্পর্ক বেশ ভাল ছিল।” যদিও ঋষির মৃত্যুর আগেই প্রয়াত হন যসমিন। তাঁর মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছিলেন ঋষি।