Ganesh Acharya: প্রাক্তন মহিলা সহকারীর উপর গোয়েন্দাগিরি, অশালীনতার অভিযোগ গণেশ আচার্যর বিরুদ্ধে, ফের ফাঁসলেন কোরিওগ্রাফার

Ganesh Acharya-Choreographer: জানা যায়, এই মহিলা একসময় নিজেই গণেশ আচার্যর সহকারী ছিলেন।

Ganesh Acharya: প্রাক্তন মহিলা সহকারীর উপর গোয়েন্দাগিরি, অশালীনতার অভিযোগ গণেশ আচার্যর বিরুদ্ধে, ফের ফাঁসলেন কোরিওগ্রাফার
গণেশ আচার্য।

| Edited By: Sneha Sengupta

Apr 02, 2022 | 11:26 AM

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে তাঁর কোরিওগ্রাফি সম্প্রতি চর্চায় এসেছে। গানটিতে দেখা যায় সামান্থা রুথ প্রভুকে। ‘ও আন্তাভা’ আইটেম গানের কোরিওগ্রাফারের নাম গণেশ আচার্য। কেবল এই গানটি নয়। বলিউডের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত কোরিওগ্রাফার গণেশ। এই গণেশের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। কী সেই অভিযোগ।

অভিযোগ:

এক মহিলার পিছু নেওয়ার ও তাঁর উপর গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে গণেশের বিরুদ্ধে। এটাই প্রথমবার নয়। কোরিওগ্রাফির জন্য গণেশ সুপ্রসিদ্ধ ঠিকই, কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেও। সম্প্রতি যে মহিলা গণেশের দিকে আঙুল তুলেছেন তিনি আর কেউ নন, তাঁরই গ্রুপের একজন। অভিযোগ, গণেশ ও তাঁর সহকারী নাকি ওই মহিলার উপর নজর রাখছিলেন। তাঁরা নাকি গোয়েন্দাগিরিও করছেন। মহিলা একটি চিঠিতে নালিশ জানিয়েছেন মুম্বই পুলিশকে। তারপরই গণেশের বিরুদ্ধে মামলা করেছেন।

ঠিক কী হয়েছিল?

জানা যায়, এই মহিলা একসময় নিজেই গণেশ আচার্যর সহকারী ছিলেন। ২০২০ সালে তিনিই গণেশের বিরুদ্ধে অশালীন আচরণের মামলা করেছিলেন। বলেছিলেন, যখন তিনি গণেশের অফিসে গিয়েছিলেন, তখন নাকি গণেশ তাঁকে অশালীন ছবি দেখিয়েছিলেন। সেই সঙ্গে দেখিয়েছিলেন পর্নোগ্রাফি ভিডিয়ো। গণেশ নাকি তাঁকে অশালীন নজরেও দেখেছিলেন। এখানেই থেমে নেই বিষয়টি। জানা যায়, নিজের পারিশ্রমিক চাইতে গেলে গণেশ ও তাঁর সহকারীরা নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করেছিলেন। তখনই গণেশের বিরুদ্ধে যৌন উৎপীড়নের মামলা দায়ের করেন এই মহিলা। সেই মামলার জোরেই ফের চিঠি লিখেছেন পুলিশকে।

চিঠিতে বলেছেন, “অনেকদিন ধরেই গণেশ আচার্য ও তাঁর বন্ধু আমার উপর নজর রাখছে। আমার উপর গোয়েন্দাগিরিও করছে।”

আরও পড়ুন: Shahrukh Khan: কোমর বেঁধে শুটিং করছেন শাহরুখ, ভুলেছেন অতীত… তাঁর এখন দম ফেলার সময় নেই

আরও পড়ুন: Priyanka Chopra-Nick Jonas: মেয়ের নাম কী হবে এখনও ঠিক করে উঠতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া, চলছে চিরুনি তল্লাশি

আরও পড়ুন: Irrfan Khan: ‘মায়ের ত্যাগকে কোনওদিনও মূল্য দেননি বাবা’, ইরফান খানকে নিয়ে বিস্ফোরক পুত্র বাবিল