AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এ এক ভয়াবহ…’, বিমান দুর্ঘটনায় স্তম্ভিত সিনেদুনিয়া

বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন — ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য বলেই খবর। আর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করছেন সিনেদুনিয়ার সদস্যরা। 

'এ এক ভয়াবহ...', বিমান দুর্ঘটনায় স্তম্ভিত সিনেদুনিয়া
| Edited By: | Updated on: Jun 12, 2025 | 5:40 PM
Share

১২ জুন ২০২৫, বৃহস্পতিবার ভারতের বুকে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। এদিন দুপুর থেকেই যেন থমকে গেলেন সকলে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171। লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন — ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য বলেই খবর। আর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করছেন সিনেদুনিয়ার সদস্যরা।

এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের অনেক তারকাই সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করছেন:

জাহ্নবী কাপুর: “এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171-এর মর্মান্তিক ঘটনার খবর শুনে গভীরভাবে দুঃখিত। যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি রইল।”

সানি দেওল: “AI 171 বিমানের দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং প্রিয়জনদের সমবেদনা জানাই।”

রণদীপ হুডা: “এ এক ভয়াবহ ঘটনা। যাঁরা বিমানে ছিলেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি।”

পরিণীতি চোপড়া: “খবরটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছি। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার কবলে পড়া প্রত্যেকের প্রতি রইল আমার ভালবাসা ও সহানুভূতি।”

আল্লু অর্জুন: “এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। তাঁদের আত্মা চিরশান্তি লাভ করুক। সত্যিই হৃদয়বিদারক।”