AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হার্দিকের বিবাহ বিচ্ছেদের পর ছেলের প্রথম জন্মদিন, দূর থেকে কীভাবে সেলিব্রেট করলেন?

Hardik Pandya: ডিভোর্সের খবর ঘোষণা করার সময় জানিয়েছিলেন, তাঁরা আলাদা হচ্ছেন ঠিকই। কিন্তু তাঁদের ছেলে অগস্ত্যকে দু’জন মিলেই বড় করবেন। তবে দূর থেকে কী ছেলের অভাব অনুভব করেন না হার্দিক? ভক্তদের রিলস থেকে ভিডিয়োতে বারবার উঠেছে এই প্রশ্ন। আর সেখতে দেখতে হার্দিকের সেই চোখের মণির জন্মদিন হাজির।

হার্দিকের বিবাহ বিচ্ছেদের পর ছেলের প্রথম জন্মদিন, দূর থেকে কীভাবে সেলিব্রেট করলেন?
| Updated on: Jul 31, 2024 | 2:39 PM
Share

এই সেদিনের কথা, দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটেও গেল আলাদা হয়েছেন নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডেয়া। জল্পনা ছিল বহুদিন আগে থেকেই। আচমকাই সকলকে তাক লাগিয়ে দিয়ে ঘোষণা করেছিলেন বিবাহ বিচ্ছেদ। পথ আলাদা হয়েছিল জুটির। মাঝে কেবল রয়ে গিয়েছিল তাঁদের ছোট্ট সন্তান। যাঁকে নিয়ে বর্তমানে নাতাশা থাকেন বিদেশে। হার্দিক ও নাতাশা ডিভোর্সের খবর ঘোষণা করার সময় জানিয়েছিলেন, তাঁরা আলাদা হচ্ছেন ঠিকই। কিন্তু তাঁদের ছেলে অগস্ত্যকে দু’জন মিলেই বড় করবেন। তবে দূর থেকে কী ছেলের অভাব অনুভব করেন না হার্দিক? ভক্তদের রিলস থেকে ভিডিয়োতে বারবার উঠেছে এই প্রশ্ন। আর সেখতে দেখতে হার্দিকের সেই চোখের মণির জন্মদিন হাজির।

View this post on Instagram

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

মঙ্গলবার ৫-এ পা দিল হার্দিক-নাতাশার ছেলে। এ বারের জন্মদিনটা মায়ের সঙ্গেই কাটালো সে। কারণ বাবা হার্দিক শ্রীলঙ্কার সিরিজে ব্যস্ত। তবে ছেলের জন্মদিন মোটেও ভুলে থাকলেন না হার্দিক। ছেলের সঙ্গে মজার ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘তুমি আমায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য কর। আমার দুষ্টুমির সঙ্গী শুভ জন্মদিন, ভাষায় প্রকাশ করতে পারব না , কত ভালবাসি।’

View this post on Instagram

A post shared by @natasastankovic__

অন্যদিকে নাতাশা ছেলের জন্মদিনে বেশ ব্যস্ত থাকলেন। সময় কাটালেন ছেলের সঙ্গে। ছেলের হাত ধরে ফিরলেন শৈশবে। সোশ্যাল মিডিয়ায় অগস্ত্যর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘আমার বুবা, আমার জীবনে শান্তি, ভালবাসা ও আনন্দ এনে দিয়েছ তুমি। তুমি আশীর্বাদ… এমনই থেকো, এই পৃথিবীকে তোমার সন্দর হৃদয়টা বদলে দিতে দেব না। আমি সব সময় তোমার পাশে থাকব। হাতে হাত রাখব। অনেক ভালবাসা।’