e Amitabh Bachchan-Aaradhya Bachchan: ঠাকুরদা অমিতাভের পথেই আরাধ্যা, ভাইরাল ঐশ্বর্য-কন্যার ভিডিয়ো - Bengali News | Aaradya Bachchan Impresses Internet With Her Hindi Speaking Skills, Fans Say 'The Legacy Continues' | TV9 Bangla News

Amitabh Bachchan-Aaradhya Bachchan: ঠাকুরদা অমিতাভের পথেই আরাধ্যা, ভাইরাল ঐশ্বর্য-কন্যার ভিডিয়ো

Aaradhya Bachchan: ভিডিয়ো পোস্ট হতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এক টুইটার ব্যবহারকারী বলেছেন, "পারিবারিক পরম্পরাকে বয়ে নিয়ে চলেছে আরাধ্যা।"

Amitabh Bachchan-Aaradhya Bachchan: ঠাকুরদা অমিতাভের পথেই আরাধ্যা, ভাইরাল ঐশ্বর্য-কন্যার ভিডিয়ো
ঠাকুরদা অমিতাভ বচ্চনের পথেই আরাধ্যা।

| Edited By: Sneha Sengupta

Mar 14, 2022 | 8:24 PM

ঠাকুরদার দেখানো পথেই হাঁটছে ছোট্ট আরাধ্যা। সেও হিন্দি ভাষায় কবিতা আবৃত্তি করেছে। কবিতার মাধ্যমে বুঝিয়েছে হিন্দি ভাষার মাহাত্ম। স্কুলের পোশাক পরে কবিতা আওড়াতে দেখা যায় আরাধ্যাকে। ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। স্কুল ইউনিফর্ম পরে গোটা গোটা স্পষ্ট হিন্দিতে কবিতা বলেছে। ভিডিয়ো শেয়ার করা হয়েছে আরাধ্যা রাই বচ্চন অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। সকলে অবাক হয়ে শুনেছে সেই কবিতা। পোস্ট হওয়া ভিডিয়োতে ক্যাপশন হিসেবে লেখা, “অনেক দিন পর। রাজকন্যাকে দেখা গেল। দুটি পনিটেল বেঁধে কত সুন্দর লাগছিল তাঁকে। স্কুলের হিন্দি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আরাধ্যা বচ্চন অংশ নিয়েছিল।”

ভিডিয়ো পোস্ট হতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এক টুইটার ব্যবহারকারী বলেছেন, “পারিবারিক পরম্পরাকে বয়ে নিয়ে চলেছে আরাধ্যা।” কন্যার প্রশংসা শুনে চুপ ছিলেন না গর্বিত বাবা অভিষেক বচ্চনও। হাত জোর করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তারকা সন্তানদের মধ্যে আরাধ্যাও বেশ ভাইরাল। জন্মের পর থেকেই সে শিরোনাম আলো করে রয়েছে। মা ঐশ্বর্য তাকে সঙ্গছাড়া করেন না। মেয়েকে নিয়ে যান সব জায়গাতেই। পুরোপুরি ন্যানির কাছে বড় হচ্ছে না সে। মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদুর সান্নিধ্য পেয়েই বেড়ে উঠছে সে। ছোট থেকেই লাইমলাইটে রয়েছে। ২০১৮ সালে ঐশ্বর্য নিজেই বলেছিলেন, তাঁর কন্যা মিডিয়ার মনযোগ ভোগ করে।

ঐশ্বর্য বলেছিলেন, “জন্মের পর থেকেই আরাধ্যা লাইমলাইটে। আমি লাইমলাইটে এসেছি ২০ বছর বয়সে এসে। আরাধ্যার জন্য কি এটা স্বাভাবিক? জানি না। মানুষকে এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে অবাক লাগে। জন্ম থেকেই আমাদের বাড়ির গেটে মানুষের ভিড় দেখেছে আরাধ্যা। বিমানবন্দরের বাইরে মিডিয়া দেখেছে।”

আরও পড়ুন: Riddhi Sen operation: প্রায় গল্প করতে-করতে চিকিৎসকরা অস্ত্রোপচার করল ঋদ্ধির: কৌশিক সেন

আরও পড়ুন: Amir Khan Property: প্রায় ৫০টি বাড়ি, গ্যারাজ ভর্তি বহুমূল্যের গাড়ির সারি, ‘রাজা’ আমির!

আরও পড়ুন: Bengali Serial-Bengali Audience: “দর্শকের ভাল লাগেনি বলে গল্প পাল্টেছি, এরকম কোনওদিনও করিনি”, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়