Ponniyin Selvan 2: চোলারা ফিরছে কোন তারিখে? ‘পোনিইন সেলভান ২’-এর মুক্তির তারিখ প্রকাশ্যে…
Aiswariya Rai Bachchan: 'পোনিইন সেলভান ২'-এর অভিনেতা ছিয়ান বিক্রম, জয়রাম রবি, ঐশ্বর্য রাই বচ্চন, কার্তির লুক প্রকাশ পেয়েছে এই ৩৪ মিনিটের ক্লিপে।
বুধবার (২৮.১২.২০২২) মুক্তি পেল ‘পোনিইন সেলভান ২’ ছবির একটি ছোট ক্লিপ। ছবি মুক্তির তারিখও জানা গিয়েছে সেই সঙ্গে। মণিরত্নম পরিচালিত এই ছবির প্রথম অংশ ‘পোনিইন সেনভান ১’ (PS 1) মুক্তি পায় ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। ১৯৫৫ সালে প্রকাশিত কাল্কি কৃষ্ণমূর্তির তামিল ভাষায় লেখা উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হয় এই ছবি। চোল রাজ্যের বিখ্যাত রাজারাজা চোল প্রথম অরুলমোঝিবর্মনের তরুণ বয়সের গল্প বর্ণিত আছে এই উপন্যাসে। সেই গল্পেই তৈরি হচ্ছে পরপর দুটি ছবি।
‘পোনিইন সেলভান ২’-এর অভিনেতা ছিয়ান বিক্রম, জয়রাম রবি, ঐশ্বর্য রাই বচ্চন, কার্তির লুক প্রকাশ পেয়েছে এই ৩৪ মিনিটের ক্লিপে। লেখা, “চোলারা ফিরে এসেছে”। ৬ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মণিরত্নম আরও যত্ন সহকারে তৈরি করেছেন পোনিইন সেলভান-এর দ্বিতীয় ছবিটি। ছবিতে সঙ্গীতের দায়িত্ব পালন করেছেন এ আর রহমান।
Let’s get those swords in the air as we await the 28th of April 2023!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/gqit85Oi4j
— Lyca Productions (@LycaProductions) December 28, 2022
অভিনেতারা প্রত্যেকেই শেয়ার করেছেন ছবির শর্ট ক্লিপটি। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন এবং জানিয়েছেন ছবি মুক্তির তারিখও। তাঁরা লিখেছেন, ” চলুন ২৮ এপ্রিল ২০২৩-এর জন্য অপেক্ষা করি এবং হাওয়ায় তলোয়ার চালাই।” ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘পোনিইন সেনভান ২’। একাধিক ভাষায় তৈরি হবে ছবির সিক্যুয়েল। আবারও বক্স অফিস কাঁপাতে তৈরি হচ্ছে ‘পোনিইন সেলভান’-এর এই নয়া কিস্তি। দর্শকের মনে উৎকণ্ঠা প্রচুর। তাঁদের একটাই জিজ্ঞাস্য, ছবির মতোই কি সাফল্য পাবে ছবির সিক্যুয়েল। বলবে সময়।