Alia Bhatt: ‘ঐশ্বর্য, আরে ঐশ্বর্য…’, বিদেশে মাটিতে অপদস্থ আলিয়া, চিনতেই পারলেন না ওঁরা!

Alia Bhatt: বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। তাবড় তাবড় হলিউড সেলেবরা হাজির থাকেন সেখানে। এই বার ডাক এসেছিল আলিয়া ভাটেরও।

Alia Bhatt: 'ঐশ্বর্য, আরে ঐশ্বর্য...', বিদেশে মাটিতে অপদস্থ আলিয়া, চিনতেই পারলেন না ওঁরা!
আলিয়া ভাট
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 9:00 AM

বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। তাবড় তাবড় হলিউড সেলেবরা হাজির থাকেন সেখানে। এই বার ডাক এসেছিল আলিয়া ভাটেরও। কিন্তু গিয়ে যে পরিস্থিতির মধ্যে তাঁকে পড়তে হল তা এক কথায় বেশ অস্বস্তিজনক। অনেকেরই মতে, যা হয়েছে তা ঠিক নয়। ফ্যাশন ডিজাইনার প্রবালের সাদা রঙের গাউন পরে হাজির হয়েছিলেন আলিয়া। তাঁকে মানিয়েছিল বেশ। কিন্তু রেড কার্পেটে হাজির হওয়া মাত্রই স্থানীয় পাপারাৎজি তাঁর দিকে তাকিয়ে ‘ঐশ্বর্য ঐশ্বর্য’ বলে চিৎকার করে ওঠেন। প্রথমটায় বেজায় অপ্রস্তুতে পড়ে যান তিনি। পরে যদিও নিজেকে সামলে নেন। পোজও দেন সকলের সামনে। এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে বছর কয়েক আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ঘটা এক ঘটনা নিয়ে। যেখানে দীপিকাকে প্রিয়াঙ্কা বলে ভুল করেছিলেন অধিকাংশই। সে সময় সমালোচনা হয়েছিল বিস্তর। এবারেও সেই একই ঘটনা। ওঁদের চোখে আলিয়া হয়ে গেলেন ঐশ্বর্য।

বলিউডে বর্তমানে তাঁর চাহিদা তুঙ্গে। একের পর এক ভাল ছবি তাঁর ঝুলিতে।  হলিউডেও কাজ শুরু করেছেন সদ্য। কিছু মাস আগেই মা হয়েছেন তিনি। তবে কাজ থামেনি। অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক ছবির কাজ শেষ করেছেন তিনি। গত বছর নভেম্বরে মা হন আলিয়া। ঘরে আসে রাহা। স্বামী রণবীর কাপুর কিছু দিন আগেই আলিয়া ও মেয়ে রাহাকে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, একরত্তি রাহা মায়ের মতো হোক কিছুতেই চান রণবীর কাপুর। বরং মেয়ের চরিত্র তাঁর মতো হোক, এমনটাই চান তিনি। কেন? নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। তাঁর কথায়, “আমি আলিয়াকে বলেছিলাম ও মানে আমাদের মেয়ে রাহা যেন ওর মতো দেখতে হয়। যদি ও তোমার মতো দেখতে হয় তবে ও খুব সুন্দর দেখতে হবে। কিন্তু আমি চাই ও আমার ব্যক্তিত্ব পাক রাহা। আমার মতো চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হোক।”

A case of mistaken identity – Western media calls Alia Bhatt -‘Aishwarya’ at Met gala. Aishwarya always will be famous by u/AntEducationals in BollyBlindsNGossip