Deepika Padukone: বিশেষ ‘পোজ’-এ ছবি দীপিকার, আলিয়ার মন্তব্যে যৌনইঙ্গিত? হল কটাক্ষ
Deepika Padukone: যোগদিবসে তারকারা শেয়ার করছিলেন তাঁদের ছবি। ব্যতিক্রম ছিলেন না দীপিকা পাড়ুকোন। স্বাস্থ্য সচেতন এই নায়িকা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যোগাভ্যাসের বেশ কিছু ছবি।

যোগদিবসে তারকারা শেয়ার করছিলেন তাঁদের ছবি। ব্যতিক্রম ছিলেন না দীপিকা পাড়ুকোন। স্বাস্থ্য সচেতন এই নায়িকা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যোগাভ্যাসের বেশ কিছু ছবি। কিন্তু ওই ছবিতে আলিয়া ভাটের মন্তব্যে শুরু হল নয়া বিতর্ক। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, আলিয়া নাকি যৌনইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন দীপিকাকে। কিন্তু সত্যিই কি তাই? কি এমন ছবি পোস্ট করেছিলেন দীপিকা? দুই বাহু প্রসারিত করে যোগাসনের এক ছবি পোস্ট করেছিলেন দীপিকা। নেটিজেনদের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন প্রশ্ন। জিজ্ঞাসা করেছিলেন, “এই আসনের নাম কতজন জানেন?” আলিয়া উত্তরে লিখেছিলেন, “পাপ্পি পোজ”। আর তাতেই দীপিকা-ভক্তদের একটা বড় অংশের মনে হয়েছে দীপিকাকে অসম্মান করেছেন আলিয়া। যৌনতার এক পোজের সঙ্গেই তুলনা করেছেন তাঁর এই আসনের। এসেছে কটাক্ষ, হয়েছে সমালোচনা। তবে সত্যিটা হল, দীপিকাকে কোনওভাবেই অসম্মান করেননি তিনি। যোগাসনের ভাষায় ওই আসনের নাম আক্ষরিক অর্থেই ‘পাপ্পি পোজ’।
যদিও অনেকেরই মতে এই আসনের নাম জানু-বক্ষ আসন। এই আসনের মাধ্যমে শিরদাঁড়ার আরাম হয়। মূলত মহিলাদের জন্য এই আসন বেশ ভাল। হাড় মজবুত করতে ও চিন্তা দূর করতে এই আসন বেশ উপকারী।
আলিয়া ও দীপিকা এই মুহূর্তে দু’জনেই প্রথম সারির অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছে এক মিল। দীপিকা সম্পর্কে রণবীর কাপুরের প্রাক্তন। আর আলিয়া রণবীরের স্ত্রী। যদিও আলিয়া ও দীপিকার মধ্যে সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি আলিয়াকে দেখা গিয়েছিল সানি দেওলের ছেলের রিসেপশন পার্টিতে। হাজির হয়েছিলেন রণবীর কাপুরও। সেখানে নাচতেও দেখা যায় তাঁকে। এই বছরের শুরুটা বেশ ভালই হয়েছিল দীপিকার। তাঁর আগামী ছবি ‘ফাইটার’ মুক্তি পাবে এই বছরেই। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছে হৃতিক রোশন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
View this post on Instagram
