Anushka Sharma: বেবিবাম্পের ছবি শেয়ার অনুষ্কার, ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বিরাট-পত্নী
Anushka Sharma: গত মাসেই খবরটা প্রথম প্রকাশ পেয়েছিল। শোনা গিয়েছিল ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। যদিও স্বামী বিরাট কোহলি অথবা তিনি-- কেউই এই রটনায় শিলমোহর দেননি। এর পর কেটেছে বেশ কয়েক দিন। খবর যখন প্রায় ফিকে হওয়ার মুখে ঠিক তখনই গুঞ্জনে খানিক আগুন সঞ্চার করে দিলেন অনুষ্কা নিজেই। কীভাবে?
গত মাসেই খবরটা প্রথম প্রকাশ পেয়েছিল। শোনা গিয়েছিল ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। যদিও স্বামী বিরাট কোহলি অথবা তিনি– কেউই এই রটনায় শিলমোহর দেননি। এর পর কেটেছে বেশ কয়েক দিন। খবর যখন প্রায় ফিকে হওয়ার মুখে ঠিক তখনই গুঞ্জনে খানিক আগুন সঞ্চার করে দিলেন অনুষ্কা নিজেই। কীভাবে? শেয়ার করলেন বেবিবাম্পের ছবি। এক ফোনের কোম্পানির মুখ তিনি। সেই ফোনের প্রচারেই ‘এখন-তখন’ এর দুটো ছবি শেয়ার করেছেন তিনি। প্রথম ছবিটি বেশ কিছু বছর আগে, যখন তাঁর গর্ভে ছিল ভামিকা। দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক।
দুটি ছবি পাশাপাশি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, “সময় এভাবেই কেটে যায়।” প্রথম ছবিতে তাঁর বেবিবাম্প স্পষ্ট। যদিও দ্বিতীয় ছবিটিতে তাঁর পোশাক ঢিলেঢোলা, তাই বেবিবাম্পের চিহ্ন নেই। নেটিজেনদের ধারণা অনুষ্কার ওই ছবি আদপে ইঙ্গিতবাহী। প্রথম গর্ভধারণের ছবি শেয়ার করার মধ্যে দিয়েই তিনি অস্ফুটে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় বার মা হওয়ার কথাও। তাঁর কমেন্ট বক্সে আপাতত শুভেচ্ছার বন্যা। সুস্থ ভাবে যেন সন্তানের জন্ম দেন অনুষ্কা– এমনটাই কামনা করেছেন সকলে। যদিও অনুষ্কার হেঁয়ালিতে অনেকই কুপোকাত! সত্যিই কি ওই পোস্ট বার্তাবহ? সত্যিই কি তিনি প্রেগন্যান্ট? এ জল্পনার অবসান কিন্তু এখনও ঘটাননি তিনি। তবে সূত্র জানাচ্ছে, তিনি না জানালে কী হবে? কোহলি পরিবারে সদস্য সংখ্যা বাড়তে চলেছে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে হাজির হয়েছিলেন অনুষ্কা। ওই ম্যাচে তিনি পরেছিলেন আলখাল্লাসম এক পোশাক। যে কারণে, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও বেশ খানিকটা জোরাল হয়। ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই খানিক চাপা অনুষ্কা ও তাঁর পরিবার। নতুন সদস্য আসার খবর কবে স্বীকার করেন, এখন সেটাই দেখার।
View this post on Instagram