Amitabh Bachchan: ‘অসুস্থ অমিতাভ’, KIFF উদ্বোধনের মাঝেই খবর দিলেন মুখ্যমন্ত্রী
KIFF: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সকাল-সকাল শহর কলকাতায় হাজির হলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন তিনি, কথা রাখলেনও। তবে থাকলেন না অমিতাভ, কেন জানেন?
সাধারণত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়। প্রতিবারই আসার চেষ্টা করেন তিনি। বলিউডের তাজ অমিতাভ বচ্চন। বয়স যতই হোক না কেন, তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা করেন পুরো দমে। কারণ কাজটাই তাঁর লক্ষ্য়। কাজই করে যেতে চেয়েছেন তিনি। এখনও বলিউডে একের পর এক ছবি করে চলেছেন। যদিও বার্ধক্য জনিত কারণে তিনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ভুগেছেন তিনি করোনার কারণে। কিন্তু কোথাও গিয়ে যেন মনের জোরেই আজও তিনি ক্যামেরার সামনে সাবলীল, আজও তিনি পর্দায় থাকা মানে এক অন্যস্বাদের অভিনয় উপহার পাওয়া। কিন্তু ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারলেন না তিনি।
এদিন উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন অসুস্থ অমিতাভ বচ্চন। তাঁকে ম্যাসেজ করে এই কথা জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। যদিও বলিউড সূত্রে খবর, তেমন চিন্তার কোনও কারণ নেই। বার্ধক্য জনিত কারণেই বেশ কিছুটা দুর্বল ও ক্লান্তি বোধ করছেন বিগ বি। যদিও এর বাইরে কোনও সমস্যা ঘটে থাকলে সেই খবর বচ্চন পরিবার থেকে এখনও প্রকাশ্যে আনা হয়নি। বর্তমানে কেবিসি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সকাল-সকাল শহর কলকাতায় হাজির হলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন তিনি, কথা রাখলেনও। এ দিন সন্ধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে প্রথম এই অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল তাঁকে। মুখ্যমন্ত্রী এদিন এও জানান যে শাহরুখ খান উপস্থিত থাকতে পারেননি তাঁর মেয়ে সুহানা খানের প্রথম কাজের প্রোমোশনে ব্যস্ত রয়েছেন তাঁরা, সেই কারণেই।