বচ্চন পরিবারে প্রতি বছরই ধুমধাম করে হোলির অনুষ্ঠান করা হয়। তবে এ বছর সেই আনন্দে একটু রেশ টানা হয়েছে। কারণ বচ্চন পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। খুব সীমাবদ্ধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা ‘হোলিকা দহন’ অনুষ্ঠান করেন। সেই ছবি অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি স্ত্রী জয়ার কপালে আবিরের তিলক দিচ্ছেন, পিছনে রয়েছে নাতনি নব্যা নভেলি নন্দা। ছবির সঙ্গে অমিতাভ সকলকে হোলির শুভেচ্ছা বার্তাও দেন।
সেই ছবিতে অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা কমেন্ট করেন, লেখেন, ‘হাও কিউট, হ্যাপি হোলি (কী মিষ্টি, শুভ দোল)’। ছবিতে শুধু শ্বেতা নন, বিগ বি-র একজন অনুরাগীও লেখেন, ওহা কেয়া জোড়ি হ্যায় (বাহ, কী দারুণ জুটি)’। অনেক অনুরাগী আবার হৃদয় আর আগুনের ইমোজি দিয়েছেন কমেন্ট বিভাগে।
অন্যদিক নব্যাও হোলিকা অনুষ্ঠানের একটি ছবি ভাগ করেন, যেখানে তাঁর মা মুখে রং মেখে ছবি তুলছেন, পিছনে হোলিকার আগুন জ্বলছে।
পরে অমিতাভ নিজের ব্লগে আরও ছবি দেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠান নিয়ে লেখেন, “হোলিকার আগুনের মধ্যে দিয়ে চাঁদের ঔজ্জ্বলতা ফিরে আসে, অসুর দমন হয়, সুখ ও সম্পত্তি বিরাজ করে, হোলির রং জীবনে আলো নিয়ে আসে, বৈচিত্রময় রঙ আমাদের জীবনের রঙকে উজ্জ্বলতর করে, এর উদযাপনের আনন্দের মধ্যে দিয়ে, তবে এবার এই অনুষ্ঠান খুবই সীমাবদ্ধ ভাবে করা হচ্ছে, কারণ পরিবারের একজনকে আজ হারিয়েছি আমরা, সমস্ত বিধি মেনে বাড়ি থেকে দূরে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে”।
অমিতাভ-জয়া হোলির অনুষ্ঠান পালন করলেও তাঁদের ছেলে অভিষেক বচ্চন স্ত্রী ঐশ্বর্যা আর মেয়ে আরাধ্যাকে নিয়ে বেড়াতে গিয়েছেন। তাঁরা শ্বেতার জন্মদিনও মিস করেছেন এই ছুটি কাটানোর জন্য। অমিতাভ বচ্চনের ছবি ‘ঝুন্ড’ মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির অপেক্ষায় অজয় দেবগন পরিচালিত-অভিনীত ‘রাণওয়ে ৩৪’। ছবিতে আরও অভিনয় করেছেন রকুলপ্রীত সিং। এছাড়াও অয়ন মুখার্জীর ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’-তেও রয়েছেন তিনি। ছবিতে তাঁর অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুন, মৌনি রায়।
আরও পড়ুন: Anushka Sharma: আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন অনুষ্কা, আট বছর আগে দেখা স্বপ্নের ইতি?