AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh-Jaya: দিওয়ালির ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের সঙ্গে ঝামেলা অমিতাভের নিরাপত্তা রক্ষীদের, কী বললেন জয়া তাঁদের?

Amitabh-Jaya: পাপারাৎজ়িরা বলিউড মেগাস্টারের জুহুর বাংলো প্রতীক্ষা-র সামনে ভিড় করেছিলেন দিওয়ালির ছবি তুলবেন বলে। তাঁরা যখন ছবি তুলছিলেন, সেই সময় এক নিরাপত্তা রক্ষী একজন ফটোগ্রাফারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

Amitabh-Jaya: দিওয়ালির ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের সঙ্গে ঝামেলা অমিতাভের নিরাপত্তা রক্ষীদের, কী বললেন জয়া তাঁদের?
অমিতাভের নিরাপত্তা রক্ষী থেকে স্ত্রী জয়া পাপারাৎজ়িদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 2:52 PM
Share

অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন মিডিয়াবান্ধব হলেও জয়া বচ্চন একেবারেই নন। এমনকী বিগবি-র নিরাপত্তা রক্ষীদেরও মাইক আর ক্যামেরার সঙ্গে কোনও সৌজন্যপূর্ণ সম্পর্ক নেই। এই বিষয়টা আরও একবার প্রমাণিত হল দিওয়ালির রাতে। পাপারাৎজ়িরা বলিউড মেগাস্টারের জুহুর বাংলো প্রতীক্ষা-র সামনে ভিড় করেছিলেন দিওয়ালির ছবি তুলবেন বলে। তাঁরা যখন ছবি তুলছিলেন, সেই সময় এক নিরাপত্তা রক্ষী একজন ফটোগ্রাফারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বাড়ি গেট আর সীমানা প্রাচীর থেকে পাপারাৎজ়িদের দূরে ঠেলে সরিয়ে দিতে ব্যস্ত হন সেই নিরাপত্তা রক্ষীটি। সংবাদ মাধ্যম তাঁকে সতর্ক করেন এইভাবে তাঁদের সঙ্গে ব্যবহার না করেন। এমন সময় গুডবাই অভিনেতা ছেলে অভিষেক এবং স্ত্রী জয়ার সঙ্গে গাড়িতে বাড়ি ফিরিছিলেন। অভিষেক গাড়ি চালাচ্ছিলেন, পাশে ছিলেন অমিতাভ।

মিডিয়ার সঙ্গে শেহনাশাহর নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের ভিডিয়ো ভিরাল ভায়ানি (ফটোগ্রাফার) সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সেই পোস্টে দেখা গিয়েছে কীভাবে অমিতাভের নিরাপত্তা রক্ষীরা সংবাদ মাধ্যমকে বাঁধা দিচ্ছে, আর তাতে কী প্রতিক্রিয়া দিচ্ছেন পাপারাৎজ়িরা। না, এখানেই শেষ নয়, শুধু নিরাপত্তা রক্ষীরা নন, এরপর জয়া বচ্চন. যিনি মোটেই পাপারাৎজ়িদের পছন্দ করেন না, তাঁদের উদ্দেশ্যে চিৎকার করে ‘অনুপ্রবেশকারী’ বলেন। জয়ার এহেন আচরণও রেকর্ড হয় ফটোগ্রাফারদের ক্যামেরায়।

নব্যা নভেলি নন্দার পডকাস্ট শো লাইমলাইট অ্যান্ড লেমনস-এর সাম্প্রতিক পর্বে জয়া তাঁর নাতনির সঙ্গে কথোপকথনে পাপারাৎজ়িদের বিষয়ে জানিয়েছেন যে ‘আপনার ব্যক্তিগত জীবনে যাঁরা হস্তক্ষেপ করেন’ তিনি তাঁদের পছন্দ করেন না।

জয়া আরও বলেছিলেন, “যাঁরা তাঁর রাগাম্বিত বক্তব্যের পোস্ট মিডিয়াতে দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে চান, তাঁদের নিন্দা করছি। আপনার আমার সম্পর্কে ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনি আমার কাজ নিয়ে কথা বলতেই পারেন, সেটা বুঝি। আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন, বলতেই পারেন আপনি একজন খারাপ অভিনেতা, আপনি একজন খারাপ সাংসদ, কিন্তু আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলার আপনি কে? আমি কেন রাগ করছি, কেন রাগ করে তা নিয়ে আপনার কী?আপনি অনুপ্রবেশ করছেন, আমার ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করছেন যখন আমি কোথাও হাঁটছি, আপনি আমার ছবি তুলছেন। কেন? আমি কি মানুষ নই?” নিজের অপছন্দের কারণ এই ভাবেই বিশ্লেষণ করেন জয়া।