Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতেই সেলিব্রেশন, জন্মদিনে বড় অনুষ্ঠান বাতিল করলেন অনীক

কেক কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনীক। সেখানে বহু অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাড়িতেই সেলিব্রেশন, জন্মদিনে বড় অনুষ্ঠান বাতিল করলেন অনীক
সপরিবার অনীক। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 12:04 PM

জন্মদিন তো সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন সঙ্গীতশিল্পী অনীক ধরও (Aneek Dhar)। আজ তিনি বার্থডে বয়। কিন্তু করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে কোনও আয়োজন নয়। বাড়িতেই বাবা-মা, স্ত্রী এবং কন্যার সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন গায়ক।

গতকাল মধ্যরাতেই কেক কেটে সেলিব্রেশন শুরু করেন অনীক। ঘরোয়া পরিবেশে প্রিয়জনদের উপস্থিতিতে কেক কাটেন তিনি। মেয়েকে কোলে বসিয়ে কেক কাটা। বাবা, মা, স্ত্রীকে খাইয়ে দেওয়া তাঁর কাছে অসাধারণ অনুভূতি। অন্য সময় হয়তো বন্ধুদের উপস্থিতিতে সেলিব্রেট করতেন অনীক। কিন্তু পরিস্থিতির কথা মনে রেখে বড় সেলিব্রেশন বাতিল করেছেন।

কেক কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনীক। সেখানে বহু অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনীকের কথায়, ‘প্রার্থনা একটাই। সবাই যেন সুস্থ থাকে। ভাল থাকে। এই পরিস্থিতি আমরা জয় করবই। আমার জন্মদিনে সকলকে জানাই প্রণাম ও ভালবাসা। আশীর্বাদ করবেন।’

স্ত্রী এবং কন্যাকে নিয়ে কর্মসূত্রে মুম্বইতে থাকেন অনীক। কিন্তু এখন তিনি কলকাতায়। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। এই আশঙ্কা সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহল। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেন সংকট তীব্র হচ্ছে গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে প্রিয়জনদের নিয়ে ভাল থাকাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনীক। তাই জন্মদিনে শুধু আশীর্বাদ তাঁর কাম্য।

আরও পড়ুন, করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র