অনুপমের নতুন কাজ, নিজের কবিতা পাঠ করলেন অডিও বুকে

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 29, 2021 | 7:37 PM

Anupam Roy: কবিতা এবং গল্পের এক অন্য রকম পরিবেশনার মাধ্যম এই ‘স্টোরি টেল’। কবিতার অনুসঙ্গে সেখানে মিশে থাকে সঙ্গীত।

Follow Us

‘তোমার পারফিউমে আমি সমুদ্র থেকে করিডোর হাঁটতে হাঁটতে, আমার কুঁজো হওয়া ছায়া পাশাপাশি…’। লিখেছেন অনুপম রায়। যাঁকে গায়ক, সুরকার, গীতিকার হিসেবে দর্শক চেনেন। অনুপমের লেখা কবিতার বইও রয়েছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে নিজের কবিতা নিজে পাঠ, যা অডিও বুক হিসেবে পৌঁছে যাচ্ছে দর্শকের দরবারে, এ হেন প্রয়াস এই প্রথম বলে দাবি করলেন অনুপম। সৌজন্যে ‘স্টোরি টেল’।

এ প্রসঙ্গে অনুপম বলেন, “স্টোরি টেলের হয়ে এই প্রথম কাজ করলাম। ভীষণ ভাল লেগেছে। কারণ আমার নিজের কবিতা বই আকারে বেরিয়েছে। কিন্তু অডিও বুক, এই ফর্মটা আমার কাছে একেবারে নতুন। আমি নিজের কবিতা নিজে আবৃত্তি করব, বা আবৃত্তি করব বলাটা ভুল, নিজে পড়ব, সেটা রেকর্ড করা হচ্ছে। যেহেতু মিউজিকের প্রতি সব সময়ই আমার ভালবাসা থাকেই তাই জন্য আমি ভাবলাম শুধু আমি বলছি সেটা রেকর্ড করব না, হোয়াই ডোন্ট আই মেক ইট রিচার? রিচার বলতে যদি এর মধ্যে মিউজিক আনতে পারি, যদি সাউন্ড ডিজাইন আনতে পারি।”

কবিতা এবং গল্পের এক অন্য রকম পরিবেশনার মাধ্যম এই ‘স্টোরি টেল’। কবিতার অনুসঙ্গে সেখানে মিশে থাকে সঙ্গীত। অনুপমের কথায়, “প্রত্যেকটা কবিতার তো একটা প্রেক্ষাপট থাকে। ইনফ্যাক্ট এখানে যে কবিতাগুলো আছে সেগুলোতে আমার মনে হল যে, সুন্দর করে আমি যদি সাউন্ড এবং মিউজিক দিয়ে ডিজাইন করতে পারি। আমি সঙ্গে পেয়ে গেলাম প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে। প্রবুদ্ধদা মিউজিক ডিজাইন করেছে, আর শমি চট্টোপাধ্যায় সাউন্ড ডিজাইন করেছে। আমরা তিনজন মিলেই কাজটা করেছি। আমার নিজের লেখা কবিতা অন্য ভাবে পড়ছি আমি, সেটা পাঠকদের কাছেও নতুন অভিজ্ঞতা হবে। ভাল লাগছে এই সুযোগ স্টোরিটেল দিয়েছে বলে।”

দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল অনুপমের বই ‘নিজের শব্দে কাজ করো’। তার থেকেই পাঠ করেছেন তিনি। অনুপম বললেন, “এই বইতে বিভিন্ন ধরনের, বিভিন্ন মুডের কবিতা আছে। আশা করি যে ভাবে রেকর্ড করেছি সেটা পাঠকের কাছে পৌঁছবে। একটা অভিনব মাধ্যম, যেখানে আমার বলা কবিতা মানুষ শুনবেন।”

স্টোরি টেলের কান্ট্রি ম্যানেজার যোগেশ দশরথ বলেন, “অগস্ট আমাদের স্বাধীনতার মাস। আমরা সেটা সেলিব্রেট করছি। স্টোরিটেলও নিজের সাবস্ক্রিপশন বাড়াতে চায়। আমাদের লক্ষ্য গল্প বলা, গল্প শোনা। সেটা যে কেউ যে কোনও সময়ে, যে কোনও জায়গা থেকে করতে পারেন। প্রত্যেকে যাতে নিজের ভাষায় গল্প শুনতে পারেন, তার ব্যবস্থাও রয়েছে।”

মঞ্চে গল্প বা কবিতা পাঠ দেখা এবং শোনার অভিজ্ঞতা হয়তো আপনার রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে গল্প বা কবিতা পাঠের এই আসর দর্শকের অন্যরকম ভাল লাগবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন, মেয়ে শ্রদ্ধার সম্পর্কে দর্শকের ভুল ধারণা নস্যাৎ করলেন শক্তি!

আরও পড়ুন, বহুদিন পরে কোন বন্ধুদের সঙ্গে দেখা করলেন গৌরী খান?

আরও পড়ুন, ছেলের জন্মদিনে অদেখা ছবি শেয়ার করলেন ঋতুপর্ণা

‘তোমার পারফিউমে আমি সমুদ্র থেকে করিডোর হাঁটতে হাঁটতে, আমার কুঁজো হওয়া ছায়া পাশাপাশি…’। লিখেছেন অনুপম রায়। যাঁকে গায়ক, সুরকার, গীতিকার হিসেবে দর্শক চেনেন। অনুপমের লেখা কবিতার বইও রয়েছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে নিজের কবিতা নিজে পাঠ, যা অডিও বুক হিসেবে পৌঁছে যাচ্ছে দর্শকের দরবারে, এ হেন প্রয়াস এই প্রথম বলে দাবি করলেন অনুপম। সৌজন্যে ‘স্টোরি টেল’।

এ প্রসঙ্গে অনুপম বলেন, “স্টোরি টেলের হয়ে এই প্রথম কাজ করলাম। ভীষণ ভাল লেগেছে। কারণ আমার নিজের কবিতা বই আকারে বেরিয়েছে। কিন্তু অডিও বুক, এই ফর্মটা আমার কাছে একেবারে নতুন। আমি নিজের কবিতা নিজে আবৃত্তি করব, বা আবৃত্তি করব বলাটা ভুল, নিজে পড়ব, সেটা রেকর্ড করা হচ্ছে। যেহেতু মিউজিকের প্রতি সব সময়ই আমার ভালবাসা থাকেই তাই জন্য আমি ভাবলাম শুধু আমি বলছি সেটা রেকর্ড করব না, হোয়াই ডোন্ট আই মেক ইট রিচার? রিচার বলতে যদি এর মধ্যে মিউজিক আনতে পারি, যদি সাউন্ড ডিজাইন আনতে পারি।”

কবিতা এবং গল্পের এক অন্য রকম পরিবেশনার মাধ্যম এই ‘স্টোরি টেল’। কবিতার অনুসঙ্গে সেখানে মিশে থাকে সঙ্গীত। অনুপমের কথায়, “প্রত্যেকটা কবিতার তো একটা প্রেক্ষাপট থাকে। ইনফ্যাক্ট এখানে যে কবিতাগুলো আছে সেগুলোতে আমার মনে হল যে, সুন্দর করে আমি যদি সাউন্ড এবং মিউজিক দিয়ে ডিজাইন করতে পারি। আমি সঙ্গে পেয়ে গেলাম প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে। প্রবুদ্ধদা মিউজিক ডিজাইন করেছে, আর শমি চট্টোপাধ্যায় সাউন্ড ডিজাইন করেছে। আমরা তিনজন মিলেই কাজটা করেছি। আমার নিজের লেখা কবিতা অন্য ভাবে পড়ছি আমি, সেটা পাঠকদের কাছেও নতুন অভিজ্ঞতা হবে। ভাল লাগছে এই সুযোগ স্টোরিটেল দিয়েছে বলে।”

দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল অনুপমের বই ‘নিজের শব্দে কাজ করো’। তার থেকেই পাঠ করেছেন তিনি। অনুপম বললেন, “এই বইতে বিভিন্ন ধরনের, বিভিন্ন মুডের কবিতা আছে। আশা করি যে ভাবে রেকর্ড করেছি সেটা পাঠকের কাছে পৌঁছবে। একটা অভিনব মাধ্যম, যেখানে আমার বলা কবিতা মানুষ শুনবেন।”

স্টোরি টেলের কান্ট্রি ম্যানেজার যোগেশ দশরথ বলেন, “অগস্ট আমাদের স্বাধীনতার মাস। আমরা সেটা সেলিব্রেট করছি। স্টোরিটেলও নিজের সাবস্ক্রিপশন বাড়াতে চায়। আমাদের লক্ষ্য গল্প বলা, গল্প শোনা। সেটা যে কেউ যে কোনও সময়ে, যে কোনও জায়গা থেকে করতে পারেন। প্রত্যেকে যাতে নিজের ভাষায় গল্প শুনতে পারেন, তার ব্যবস্থাও রয়েছে।”

মঞ্চে গল্প বা কবিতা পাঠ দেখা এবং শোনার অভিজ্ঞতা হয়তো আপনার রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে গল্প বা কবিতা পাঠের এই আসর দর্শকের অন্যরকম ভাল লাগবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন, মেয়ে শ্রদ্ধার সম্পর্কে দর্শকের ভুল ধারণা নস্যাৎ করলেন শক্তি!

আরও পড়ুন, বহুদিন পরে কোন বন্ধুদের সঙ্গে দেখা করলেন গৌরী খান?

আরও পড়ুন, ছেলের জন্মদিনে অদেখা ছবি শেয়ার করলেন ঋতুপর্ণা

Next Article