মেয়ে শ্রদ্ধার সম্পর্কে দর্শকের ভুল ধারণা নস্যাৎ করলেন শক্তি!

Shakti Kapoor: শক্তির দাবি, অনেকেই ভাবেন, শ্রদ্ধাকে অভিনয় জগতে পেশাদার হিসেবে কাজ করা থেকে বিরত করতে চেয়েছিলেন তিনি। বাবা হিসেবে মেয়েও অভিনয় জগতে কাজ করুক, তা নাকি শক্তি পছন্দ ছিল না।

মেয়ে শ্রদ্ধার সম্পর্কে দর্শকের ভুল ধারণা নস্যাৎ করলেন শক্তি!
শক্তি কাপুর এবং শ্রদ্ধা কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 4:42 PM

বলিউডে এই মুহূর্তে যে সব অভিনেত্রীদের কথা বারবার আলোচনায় উঠে আসে, তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর। নিজের অভিনয় দক্ষতাতেই দর্শকের পছন্দের হয়ে উঠেছেন তিনি। একই সঙ্গে তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ডও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। কারণ শ্রদ্ধা স্টার কিড। অভিনেতা শক্তি কাপুরের মেয়ে তিনি।

সম্প্রতি শ্রদ্ধার সম্পর্কে দর্শকের তৈরি হওয়া একটি ভুল ধারণা ভেঙে দিলেন শক্তি। শক্তির দাবি, অনেকেই ভাবেন, শ্রদ্ধাকে অভিনয় জগতে পেশাদার হিসেবে কাজ করা থেকে বিরত করতে চেয়েছিলেন তিনি। বাবা হিসেবে মেয়েও অভিনয় জগতে কাজ করুক, তা নাকি শক্তি পছন্দ ছিল না। কিন্তু দর্শকের সেই ধারণা একেবারে নস্যাৎ করে দিলেন শক্তি। বরং কোনও সন্তানকেই শক্তি স্বপ্ন পূরণে বাধা দেননি বলে জানালেন।

সদ্য এক সাক্ষাৎকারে শক্তি বলেন, “অনেকের আমাকে প্রশ্ন করেন, আমি নাকি শ্রদ্ধার নায়িকা হওয়ার ইচ্ছেতে বাধা দিয়েছিলাম। কিন্তু এটা একেবারেই মিথ্যে। আমি চাই ও আরও ভাল কাজ করুক, আরও জনপ্রিয় হোক। ওর মধ্যে প্রতিভা রয়েছে। পাশাপাশি দারুণ পরিশ্রম করতে পারে। আমি তো ওকে সোনার মেয়ে বলে ডাকি। ও বলিউডে যেটুকু করেছে, সেটুকু নিজের চেষ্টায়।”

শ্রদ্ধা ছাড়াও শক্তির পুত্র সন্তান রয়েছেন সিদ্ধার্থ কাপুর। শক্তি নাকি সিদ্ধার্থকেও কোনও কাজে বাধা দেননি। সদ্য অমিতাভ বচ্চন, ইমরান হাশমি অভিনীত ‘চেহেরে’ ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। শক্তির কথায়, “এখনও পর্যন্ত সিদ্ধার্থর অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। ফলে আমার দুই সন্তানই ভাল কাজ করছে। ওদের কেরিয়ার সুন্দর এগোচ্ছে। আমি ওদের জন্য গর্বিত।”

দীর্ঘ দিন শক্তির অভিনয় দেখেননি দর্শক। সে প্রসঙ্গে তিনি জানান, প্যানডেমিকের কারণেই কাজ শুরু করছেন না। তাঁর মতে, ভয়ঙ্কর পরিস্থিতি এখনও চলে যায়নি। তাই করোনা আবহে কাজ শুরু করতে ভয় পাচ্ছেন তিনি।

অন্যদিকে সদ্য শ্রদ্ধার ফ্যাশন নজর কেড়েছে দর্শকের। তাজমহলের মহিমার কথা সারাবিশ্ব জানে। প্রেমের প্রতীক ও নিদর্শন নিয়ে কৌতূহল বরাবর। এ বার ফ্যাশন দুনিয়ায় তাজমহলের মাত্রা পেল অন্য। এই প্রথম তাজমহল চত্বরে ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই শোয়ের মধ্যমণি ছিলেন শ্রদ্ধা কাপুর। এই প্রথম কোনও ডিজাইনার ভালোবাসার প্রতীককে সঙ্গী করে তাঁদের ব্রাইডাল কালেকশন পরিবেশন করলেন। দেশের বিখ্যাত ডিজাইনার ফাল্গুনী শেন পিককের ব্রাইডাল কালেকশনে তাজমহলের পরিবেশ হয়ে উঠেছিল রঙিন।

ডিজাইনার জুটি তাজমহলের সারমর্ম ও সৌন্দর্যের পটভূমিকে সামনে রেখেই তাঁদের কালেকশনের বৈচিত্র আনার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, প্রাচীন পটভূমিতে দাঁড়িয়ে আধুনিক ব্রাইডাল কালেকশনের উজ্জ্বলতা যেন ছড়িয়ে পড়েছিল।

ব্রাইডাল কালেকশনে ছিল অনেক রঙের মিশ্রণ। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল লাল ও সাদার সূক্ষ্ম হাতের কাজের লেহেঙ্গা। এ ছাড়া বেকড বিজ, গোলাপী টোনের লেহেঙ্গা, পার্ল আইভরি, প্যাস্টেলের ধাঁচে রোজ পিঙ্ক, মিন্ট গ্রিন, এমারেল্ড গ্রিন, রয়্যাল পার্পল, ভ্যালিয়েন্ট পপির রঙের ছটায় কালেকশনগুলি ছিল অসাধারণ।

আরও পড়ুন, আট বছর আগের এক জার্নি আজীবন মনে রাখতে চান পায়েল!