শাহরুখ খানের পরিচয়ে নয়, গৌরী খান নিজের পরিচয়েই বলিউডে পরিচিত। ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বহু বছর ধরে পেশাদার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
এ হেন গৌরীর বলিউডে নিজস্ব বন্ধু বৃত্তও রয়েছে। শাহরুখের সঙ্গে বিভিন্ন পার্টিতে তিনি যান, এ কথা ঠিক। কিন্তু নিজের গার্ল গ্যাংয়ের সঙ্গে সময় কাটানোও তাঁর বিশেষ পছন্দের।
সদ্য গার্ল গ্যাংয়ের সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছেন গৌরী। সেই ঘনিষ্ঠ বন্ধু তালিকায় রয়েছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, জিতেন্দ্রর মেয়ে তথা প্রযোজক একতা কাপুর এবং অভিনেত্রী নীলম কোঠারি।
একতা কাপুরকে ক্যাপশনে মুখ্য অতিথি হিসেবে বর্ণনা করেছেন গৌরী। তার নেপথ্যের কারণ অবশ্য খোলসা করেননি তিনি।
বলিউডের আরও এক গার্ল গ্যাংয়ের পার্টির ছবি প্রায়শই সামনে আসে। সেখানে কিন্তু গৌরীর উপস্থিতি দেখা যায় না।
অন্য গ্যাংয়ের সদস্যা হলেন করিশ্মা কাপুর, করিনা কাপুর, মালাইকা আরোরা এবং অমৃতা আরোরা। এদের ক্লোজ ডোর পার্টিতে গৌরী যান না। তেমনই গৌরীর ঘনিষ্ঠ বন্ধুবৃত্তে ওই চারজনও নেই।
তবে সে কারণে এই দুই গ্যাংয়ের মধ্যে সৌজন্যের সম্পর্ক নেই, এমনটাও নয়। এতদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে খুশি গৌরী।