AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apu Biswas: শত আকুতিতেও শুনলেন না কেউই, বাংলাদেশি নায়িকার ‘অস্বস্তিজনক’ ভিডিয়ো ফাঁস

Apu Biswas: ফাঁস হয়ে গেল বাংলাদেশি নায়িকার অস্বস্তিদায়ক এক ভিডিয়ো। শত অনুরোশত আকুতিতেও শুনলেন না কেউই। নায়িকার নাম অপু বিশ্বাস। যিনি আবার বাংলাদেশি নায়ক শাকিব খানের স্ত্রীও বটে। ঠিক কী হয়েছিল?

Apu Biswas: শত আকুতিতেও শুনলেন না কেউই, বাংলাদেশি নায়িকার 'অস্বস্তিজনক' ভিডিয়ো ফাঁস
অপু বিশ্বাস।
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 2:46 PM
Share

ফাঁস হয়ে গেল বাংলাদেশি নায়িকার অস্বস্তিদায়ক এক ভিডিয়ো। শত অনুরোশত আকুতিতেও শুনলেন না কেউই। নায়িকার নাম অপু বিশ্বাস। যিনি আবার বাংলাদেশি নায়ক শাকিব খানের স্ত্রীও বটে। ঠিক কী হয়েছিল? বাংলাদেশি সংবাদমাধ্যমে ‘প্রথম আলো’ সূত্রে খবর, গত শনিবার বাংলাদেশের মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হঠাৎই অঘটন ঘটে যায় তাঁর। নিরবের সঙ্গে তাঁর একটি নাচের পারফরম্যান্স ছিল। কিন্তু আচমকাই অপুকে কোলে ওঠাতে গিয়ে ব্যালেন্স রাখতে পারেন না নিরব, পড়ে যান অপু। যদিও এর পরেও নাচ থামাননি তাঁরা। অনুষ্ঠান শেষে অপু হাজির দর্শকদের অনুরোধ করেন কোনও ভাবেই তাঁর পড়ে যাওয়ার ভিডিয়ো যেন সোশ্যাল মিডিয়ায় ফাঁস না করা হয়। এমনকি নিজেকে ‘বোন’ বলে পরিচয় দিয়েও তিনি বলেন এ দর্শকের দায়িত্ব। কিন্তু হায়! দর্শক কথা শোনেননি। অনুষ্ঠানের কিছু পরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। আর সহানুভূতি তো দূর, পড়ে যাওয়া নিয়ে রীতিমতো শুরু হয় হাসাহাসি। এমনকি তাঁর ওজন নিয়েও চলে হাসাহাসি।

এতে মনঃক্ষুণ্ন নিরব। তিনি বলেন, “সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, গতকালের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।” অন্যদিকে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি অপু। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, ঘটনা ভাইরাল হয়ে যাওয়ায় মোটেও খুশি নন তিনি।