Arijit Singh: স্কুটিতে চেপে স্ত্রীকে নিয়ে প্যান্ডেল হপিং, অরিজিৎকে দেখে অবাক নেটপাড়া
Arijit Singh: পুজোতে প্রতিটি পরিবার যেমন খুব স্বাভাবিকভাবেই ঠাকুর দর্শনে বেরন এবার অরিজিৎ সিংকেও দেখা গেল তাঁর স্ত্রীকে স্কুটারে বসিয়ে। প্যান্ডেল হপিং করতে। এক পলকে যেন এই ভিডিয়ো বিশ্বাস করার নয়। অনেকেই যেন মানতে পারলেন না, ইনি অরিজিৎ সিং? তবে প্রথম নয়, অতীতেও বহুবার অরিজিৎকে এভাবেই ছাপোসার লুকে জিয়াগঞ্জে দেখা গিয়েছে।
সেলেব মানেই ভিড় এড়িয়ে চলেন, সেলেব মানেই নিরাপত্তি রক্ষী, কিন্তু অরিজিৎ সিং এই মাপের একজন স্টার হলেও এসবের কথা মাথাতেও আনেন না। যাঁরা জিয়াগঞ্জে নিত্য তাঁকে দেখছেন, তাঁরাই এক কথায় তা স্বীকার করে নেবেন। অরিজিৎ সিং, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গেলে এ মানুষটিকে চিনে নিতে বেজায় কষ্ট হবে। কারণ এখানে অরিজিৎ সিং স্টার নন। এখানে অরিজিৎ সিং কেবলই ছাপোষা এক সাধারণ মানুষের মতো জীবন যাপন করে থাকেন। বড় কোনও BMW কিংবা দামি ঠান্ডা গাড়ি নয়, অরিজিৎ সিং নিজে স্কুটারে করে তাঁর এলাকায় চলাফেরা করতে বেশি পছন্দ করেন।
পুজোতে প্রতিটি পরিবার যেমন খুব স্বাভাবিকভাবেই ঠাকুর দর্শনে বেরন এবার অরিজিৎ সিংকেও দেখা গেল তাঁর স্ত্রীকে স্কুটারে বসিয়ে। প্যান্ডেল হপিং করতে। এক পলকে যেন এই ভিডিয়ো বিশ্বাস করার নয়। অনেকেই যেন মানতে পারলেন না, ইনি অরিজিৎ সিং? তবে প্রথম নয়, অতীতেও বহুবার অরিজিৎকে এভাবেই ছাপোসার লুকে জিয়াগঞ্জে দেখা গিয়েছে। কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কখনও আবার বাজারে গিয়ে আর পাঁচ জনের সঙ্গে মিলেমিশে বাজার করছেন। একবার এক সাক্ষাতকারে অরিজিৎ সিং জানিয়েছিলেন প্রতিটা ফেস্টিভ্যালে তিনি জিয়াগঞ্জেই থাকেন।
বিশেষ দিনগুলোতে তিনি কোনও রকম রেকর্ডিং কিংবা অনুষ্ঠান রাখতে পছন্দ করেন না। কারণ এই সময়টা তিনি শুধুমাত্র পরিবারকে দিতে চান। অনেক খেতে তাঁর ফোনটা বন্ধ থাকে। তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে তবেই অরিজিৎ-এর কাছে পৌঁছোতে হয়। অরিজিৎ সিং-এর কথায় পুজোর কটা দিন জিয়াগঞ্জটা তাঁর কাছে ভীষণ আপন। এখানে সকলে সঙ্গে মিলেমিশে থাকতেই তিনি বেশি পছন্দ করেন। তাই সকলের মতোই নিজের স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন শত শত ভক্তের মনের মানুষ। সামনেই মুক্তি পাচ্ছে সলমন খানের টাইগার থ্রি ছবি। সেখানে ভাইজানের সঙ্গে এবার জুটি বাদে দেখা যাবে তাঁকে।
View this post on Instagram