ভারতীয় ক্রিকেটের সঙ্গে এ দেশের বিনোদন জগতের প্রেমের যোগসূত্র অনেকদিনের। শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা… আরও আছে। স্বামী বা প্রেমিক ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড়, স্ত্রী কিংবা প্রেমিকা বলিউড ঘরানার। তেমনই একটি জুটি যুক্ত হয়ে গেল অফিশিয়াল ভাবে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই আভাসই দিলেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুল।
৫ নভেম্বর ছিল আথিয়া শেট্টির জন্মদিন। সেদিনই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাহুল। কফি ডেটের একটি মুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, “শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)”। ‘লাল হৃদয়’ ইমোজি ব্যবহার করতেই সম্পর্কে সিলমোহর পড়েছে আথিয়া-রাহুলের। অনেকদিন থেকেই আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছিল, ভারতীয় ক্রিকেট টিমের কোনও খেলোয়াড়ই হতে চলেছেন সুনীল শেট্টির জামাই। রাহুলের ব্যাপারে শোনা যাচ্ছিল, কোনও এক বলি তারকার অভিনেত্রী কন্যাকেই বিয়ে করতে চলেছেন তিনি।
এবার দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আথিয়া। প্রেমিকের খেলা দেখতে ও টিম ইন্ডিয়াকে চিয়ার করতেই গিয়েছিলেন তিনি। রাহুলের অর্ধ শতরান হতেই ক্যামেরা প্যান করে চলে যায় আথিরার দিকে। নায়িকাকে হাসি মুখে হাততালি দিতে দেখা যায় প্রেমিকের জন্য।
কেবল তাই নয়, ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় আথিয়াকে নিজের পার্টনার বলে মান্যতা দিয়েছিলেন রাহুল। তেমনটা জানিয়েছিলেন বিসিসিআইকেও। তাঁদের একাধিক জায়গায় একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে।
২০১৫ সালে বলিউডে ডেবিউ করেন সুনীল শেট্টি কন্যা আথিয়া। ছবিতে তাঁর নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। শেষবার তাঁকে দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে মুখ্য নারী চরিত্রে।
আরও পড়ুন: Bhai Phota 2021: আচ্ছা, ‘বোন ফোঁটা’ কি হয়? প্রশ্ন নয়, প্রমাণ করলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী
আরও পড়ুন: Sreelekha Mitra: “পুরুষতান্ত্রিক সমাজে ‘সিঙ্গল নারী’ হওয়াটাই একটা ভুল কাজ”, বললেন শ্রীলেখা
আরও পড়ুন: Jaya Bachchan: কেরিয়ারে প্রথম নেগেটিভ চরিত্রে জয়া বচ্চন, কোন ছবিতে খল-নায়িকা তিনি?