Bhai Phota 2021: আচ্ছা, ‘বোন ফোঁটা’ কি হয়? প্রশ্ন নয়, প্রমাণ করলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী
ভাই নয়, "প্রতিপদে বোনের কপালে দিলেন ফোঁটা, যমে দুয়ারে পড়ল কাঁটা... যুমনা দিলেন যুমাকেই ফোঁটা"।
ভাই ফোঁটা, জামাই ষষ্ঠী – বাঙালিদের এই প্রথাগুলো বড়ই পুরুষপ্রিয়। মহিলাদের জায়গা কেবলই পালনে। বোন ফোঁটা দেবে। শাশুড়ি জামাই আদর করবে। ব্যস, ওই টুকুই। বোন ফোঁটা নেবে, কিংবা বউমাও শাশুড়ির আদার পাবে, এর প্রচলন কোথায়? মুখে সাম্যবাদের বুলি অনেকেই আওড়াই, পালন করি ক’জন। সেরকমই কথায় না গিয়ে কাজে করে দেখালেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। ভাই নয়, “প্রতিপদে বোনের কপালে দিলেন ফোঁটা, যমে দুয়ারে পড়ল কাঁটা… যুমনা দিলেন যুমাকেই ফোঁটা”।
View this post on Instagram
প্রতিপদে অনেকেই ফোঁটা সেরে ফেলেছেন। রাতের দিকে কিছু কিছু বাড়ির অন্দর থেকে ক্ষীণ ভেসে আসতে শোনা যায় শঙ্খের আওয়াজও। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যায় ভাতৃ মঙ্গলের সব আয়োজন। রান্নাবান্নায় ঘর মম করতে শুরু করে। আয়োজনে লেগে পড়েন বোনরা। কিন্তু মঙ্গল কামনা কি কেবল ভাইদেরই! কেন বোনদের ক্ষেত্রেও যমের দুয়ারে কাঁটা পড়বে না? প্রশ্ন উঠতেই পারে। তাই নিজের প্রিয় বোনকেই ফোঁটা দিলেন অনিন্দিতা। বোন ফোঁটা পালনের দুটি ছবিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে নেটিজ়েনরাও বাহবা জানিয়েছেন অভিনেত্রী ভাবনাকে।
সম্প্রতি দুটি ধারাবাহিকে দর্শক দেখেছেন অনিন্দিতাকে। দুটিতেই যুবতি মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি চরিত্র লড়াকু মায়ের, অন্যটি খল-মা (খল চরিত্র)। দুটি ধারাবাহিকই লীনা গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। ‘দেশের মাটি’ ও ‘ধুলোকণা’। একটিতে অভিনেত্রী শ্রুতি দাসের মা, অন্যটিতে শ্বেতা মিশ্রর মা। দুটি চরিত্রই অত্যন্ত স্পষ্টবাদী ও লড়াকু। দুটিতেই দারুণ অভিনয় করছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ তিনি। নিত্যদিন কিছু না কিছু পোস্ট করতেই থাকেন।
আরও পড়ুন: Rooqma-Rahul: রুকমাকেই নিজের ‘এক নম্বর বউ’ বললেন রাহুল, ভিডিও পোস্ট অভিনেত্রীর