Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tanzin Tisha: মাঝরাতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সাংঘাতিক পথ দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজ়িন তিশা

Bangladesh Actress: বাংলাদেশের নাটক বিখ্যাত। ইউটিউব চ্যানেল মারফত স্ট্রিমিং হয় সেই সব নাটকের। ৪০ থেকে ১ ঘণ্টার ব্যবধানের নাটকগুলির অন্যতম নায়িকা তানজ়িন তিশা। জ়িয়াউল ফারুক অপূর্ব, আরফান নিশো, জোভানদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেন তিনি।

Tanzin Tisha: মাঝরাতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সাংঘাতিক পথ দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজ়িন তিশা
তানজ়িন তিশা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 9:24 PM

বৃহস্পতিবার গভীর রাতে সাংঘাতিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজ়িন তিশা। তাঁর শখের কালো রঙের দামী গাড়িটির পিছনে একটি ট্রাক এসে ধাক্কা মারে আচমকা। দুমড়ে গিয়েছে গাড়ির পিছনটা। কিন্তু গুরুতর আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছেন অভিনেত্রী। একটি ফেসবুক পোস্ট করে সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছেন তিশা। এবং বলেছেন, “আমার জন্য প্রার্থনা করবেন। অনেক কষ্টে উপার্জিত টাকায় কেনা গাড়ির এমন দুর্দশা হল। গাড়িটা আমার মনের খুব কাছের। খুব খারাপ লাগছে।”

ফেসবুকে তিশা লিখেছেন, “গতকাল রাতের ঘটনা আমি কোনওদিনও ভুলতে পারব না। এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ি আমি। একটি ট্রাক এসে ধাক্কা মারে আমার গাড়িকে। এই গাড়িটা আমার হৃদয়ের খুব কাছের। খুব কষ্টে উপার্জিত টাকায় কিনেছিলাম। এই ক্ষতি আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। সামান্য আঘাত পেয়েছি আমি। এখন সুরক্ষিত আছি। ঈশ্বরের কাছে সেই জন্য আমি কৃতজ্ঞ। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদেরকেও কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনায় আমায় রাখবেন আপনারা।”

বাংলাদেশের নাটক বিখ্যাত। ইউটিউব চ্যানেল মারফত স্ট্রিমিং হয় সেই সব নাটকের। ৪০ থেকে ১ ঘণ্টার ব্যবধানের নাটকগুলির অন্যতম নায়িকা তানজ়িন তিশা। জ়িয়াউল ফারুক অপূর্ব, আরফান নিশো, জোভানদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেন তিনি।