Phone Bhoot-Chacha Choudhury: ক্যাটরিনা, সিদ্ধান্ত, ইশানের ছবি ‘ফোন ভূত’ জুড়ে গেল চাচা চৌধুরীর সঙ্গে
Phone Bhoot-Chacha Choudhury: ছবির নির্মাতা এক্সেল এন্টারটেনমেন্ট এর আগে ডায়মন্ড টুনসের সঙ্গে ‘ফুকরে রিটার্নস’ ছবিতে প্রথম জুড়ে ছিল।
ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর, জ্যাকি শ্রফ অভিনীত ছবি ‘ফোন ভূত’ মুক্তি পাবে নভেম্বর মাসে। মুক্তির আগেই ছবির সঙ্গে জুড়ল একটি পালক। ছবি চলে যাচ্ছে কমিক দুনিয়াতে। প্রসিদ্ধ কমিকস চরিত্র চাচা চৌধুরির সঙ্গে জুড়ে গেল ক্যাটরিনার এই ছবি। হরর কমেডি এই তিন চরিত্রকে এবার পাওয়া যাবে প্রাণের তৈরি চাচা চৌধুরি আর সাবুর সঙ্গে। এই খবর দিলেন মণীশ ভার্মা, ভারতের প্রিমিয়ার কমিক স্টুডিও ডায়মন্ড টুনসের ডিরেক্টর। চাচা চৌধুরি কমিকসের প্রকাশক সঙ্গে অংশীদারিত্বে জুড়ল ডায়মন্ডস টুনস। এবার দর্শক অত্যাধিক হাসিখুশি দুই বুদ্ধিহীন ভূত এক ভূতের সঙ্গে যুক্ত হয়ে তাদের মতোই সমান হাসিখুশি অথচ খারাপ মানুষকে ধরার পরিকল্পনা করতে একজোট হবে।
‘ফোন ভূত’-এর কমিক রিলিজের সময় মণীশ একটি বিবৃতিতে বলেছেন, ‘চাচা চৌধুরি অ্যান্ড ফোন ভূত’-এর এই বিশেষ সংস্করণের জন্য আমরা এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি। এর জন্য আমরা সকলেই খুব খুশি। চাচা চৌধুরী একজন অলরাউন্ডার। এই চরিত্রটি আমাদের জীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জুড়ে রয়েছে। ‘ফোন ভূত’ ছবির মজাদার চরিত্রদের সঙ্গে চাচা চৌধরির বুদ্ধিমত্তা মিলিয়ে একটি ব্যঙ্গাত্মক কাহিনি ৮ থেকে ৮০ বছর বয়সি অনুরাগীদের আনন্দ দেবে।
ছবির নির্মাতা এক্সেল এন্টারটেনমেন্ট এর আগে ডায়মন্ড টুনসের সঙ্গে ‘ফুকরে রিটার্নস’ ছবিতে প্রথম জুড়ে ছিল। ‘ফুকরে রিটার্নস’ ছবির চরিত্ররা এর আগে চাচা চৌধুরির কমিকের অংশ হয়েছিল। এবার ডায়মন্ড টুনস ‘ফোন ভূত’-এর চরিত্রদের নিয়ে একটি কমিক তৈরি করবে, যেখানে চাচা চৌধুরি ও তার সহযোগী সাবুর নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গী হবে এই ভূত টিম।
এই কমিকসের কী গল্প হবে, তা এখনও অজানা। তবে তা যে খুবই বিনোদনমূলক হবে, সেটা নিয়ে কোনও সংশয় নেই। গুরমিত সিং পরিচালিত, রবি শঙ্করন এবং জসবিন্দর সিং রচিত ‘ফোন ভূত’ সিনেমা হলে মুক্তি পাবে ৪ নভেম্বর।