AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chris Evans: ২০২১ সালের ‘সবথেকে আকর্ষণীয় পুরুষ’-এর তকমা পেতে চলেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ক্রিস ইভানস

শোনা যায়, গত বছরই নাকি সেরা আকর্ষণীয় পুরুষের তকমা পাওয়ার কথা ছিল ক্রিসের।

Chris Evans: ২০২১ সালের 'সবথেকে আকর্ষণীয় পুরুষ'-এর তকমা পেতে চলেছেন 'ক্যাপ্টেন আমেরিকা' ক্রিস ইভানস
ক্রিস ইভানস
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 9:50 AM
Share

হলিউড স্টার তিনি। মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা’ তিনি। তাঁর কাটা কাটা চোখ, নাক ও ঠোঁটের সৌন্দর্য ব্যথা ধরিয়েছে নারী হৃদয়ে। কথায় আছে, ‘টল-ডার্ক-হ্যান্ডসম’। ‘মিলস অ্যান্ড বুনস’-এর নিরিখে সেটাই পুরুষ সৌন্দর্যের সংজ্ঞা। তাতেই নাকি গলে যায় নারীর মন। কিন্তু ক্রিস ইভানসের ক্ষেত্রে মাপকাঠির হিসেবে খানিক গোলমাল হয়ে গিয়েছে। কেননা, তিনি টল, কিন্তু ডার্ক নন। হ্যান্ডসম তিনি বটেই। না হলে এত মহিলা ফলোয়ার হবেই বা কেন?

প্রতি বছর সারা বিশ্বের বিচারে সেরা আকর্ষণীয় পুরুষ বেছে নেওয়া হয়। এবার নাকি সেই সম্মান পেতে চলেছেন ক্রিস ইভানস। অফিশিয়ালভাবে এখনও কিছু ঘোষণা হয়নি যদিও। তার আগেই উঠে এসেছে ক্রিসের নাম।

View this post on Instagram

A post shared by Chris Evans (@chrisevans)

শোনা যায়, গত বছরই নাকি সেরা আকর্ষণীয় পুরুষের তকমা পাওয়ার কথা ছিল ক্রিসের। কিন্তু সেটা আর হয়নি। অনেকেরই অনুমান, ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করার ফলে সেটা নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়। সেই কারণেই নাকি সেরা আকর্ষণীয় পুরুষের তকমা হাত ছাড়া হয় ক্রিসের।

ক্রিস হতে চলেছেন ‘সেরা আকর্ষণীয় পুরুষ’। বিগত এক বছরে সেই তকমা পেয়েছিলেন ডোয়াইন জনসন। তিনি বলেছেন, “ক্রিস নন, তিনিই সেরা আকর্ষণীয় পুরুষ”।

২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।

আরও পড়ুন:  Athiya Shetty: কোন ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি?

আরও পড়ুন: Priyanka Chopra Jonas: হলুদ ঢাকাই শাড়ি পরে লস অ্যাঞ্জেলেসে মহালক্ষ্মীর পুজো করলেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন: Karan Johar: মা ও দুই সন্তানকে নিয়ে করণের দীপাবলি পালন, করলেন ফটোশুট