Lata Mangeshkar: লতার বিচারে কোন অভিনেত্রী তাঁর গানের সঙ্গে সুবিচার করেছিলেন?

সরস্বতী পুজোর দিন শ্বাসকষ্ট শুরু হয় লতার। তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়। তারপর আর ফিরলেন না লতা। সরস্বতী মায়ের বিসর্জনের দিন দেহত্যাগ করলেন মর্তের জীবন্ত সরস্বতী।

| Edited By: Sneha Sengupta

Feb 09, 2022 | 6:46 PM

প্রায় ৩০,০০০ গান গেয়েছেন লতা মঙ্গেশকর। গান গেয়েছেন ৩০ হাজার ভাষায়। হিন্দি, উর্দু, মারাঠি, বাংলায়…। ৯ ফেব্রুয়ারি কোকিলকণ্ঠীর প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। এখনও মানতে পারছেন না সারা বিশ্বের সঙ্গীতানুরাগী মানুষ। মাত্র ১৩ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন লতা। ৭ দশক গান গেয়েছেন। বহু অভিনেত্রী তাঁর গানে ঠোঁট মিলিয়েছেন। তবে আপনি কি জানেন, কোন অভিনেত্রী লতার গানের সঙ্গে সঠিক বিচার করেছিলেন? সেই জবাব দিয়েছেন স্বয়ং লতা। তিনি মনে করতেন অভিনেত্রী নূতন তাঁর গানে সবচেয়ে সুন্দর ঠোঁট মিলিয়েছেন। নূতন নিজেও সুগায়িকা ছিলেন।

৯১তম জন্মদিনে লতাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর বিচারে কোন অভিনেত্রী তাঁর গানের সঙ্গে সুবিচার করেছেন? প্রথমে ইতস্তত বোধ করে নূতনের নাম করেছিলেন লতা। এর কারণ, অভিনয়ের পাশাপাশি নূতন সেই গানগুলি নিজেও গেয়ে লিপ দিতেন। জবাবে লতা বলেছিলেন, “প্রত্যেক অভিনেত্রী – মধুবালা, মীনাকুমারী থেকে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত – আমার গানগুলি স্পেশ্যাল করে তুলেছেন।”

৮ জানুয়ারি রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর পরিবার তাঁকে সরাসরি বাড়ি থেকে হাসপাতালে স্থানান্তরিত করে। আসলে কেউই ঝুঁকি নিতে চাননি।

শুরু থেকেই আইসিইউতে ছিলেন লতা। চিকিৎসকরা বলেছিলেন, ১০-১২দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তারপর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। অক্সিজেন সাপোর্ট তো ছিলই। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়।

সরস্বতী পুজোর দিন শ্বাসকষ্ট শুরু হয় লতার। তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়। তারপর আর ফিরলেন না লতা। সরস্বতী মায়ের বিসর্জনের দিন দেহত্যাগ করলেন মর্তের জীবন্ত সরস্বতী।

আরও পড়ুন: Deepika-Ranveer-Geehraiyaan: স্ক্রিনে সিদ্ধান্তকে একাধিক চুম্বন, স্বামীর অনুমতি নিয়েছিলেন দীপিকা? চমকে দেবে অভিনেত্রীর উত্তর

আরও পড়ুন: Bhagyashree-Salman: ম্যানে পেয়ার কিয়া দেখে সহ্য করতে পারিনি: ভাগ্যশ্রীর কন্যা অবন্তিকা

আরও পড়ুন: Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার

 

প্রায় ৩০,০০০ গান গেয়েছেন লতা মঙ্গেশকর। গান গেয়েছেন ৩০ হাজার ভাষায়। হিন্দি, উর্দু, মারাঠি, বাংলায়…। ৯ ফেব্রুয়ারি কোকিলকণ্ঠীর প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। এখনও মানতে পারছেন না সারা বিশ্বের সঙ্গীতানুরাগী মানুষ। মাত্র ১৩ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন লতা। ৭ দশক গান গেয়েছেন। বহু অভিনেত্রী তাঁর গানে ঠোঁট মিলিয়েছেন। তবে আপনি কি জানেন, কোন অভিনেত্রী লতার গানের সঙ্গে সঠিক বিচার করেছিলেন? সেই জবাব দিয়েছেন স্বয়ং লতা। তিনি মনে করতেন অভিনেত্রী নূতন তাঁর গানে সবচেয়ে সুন্দর ঠোঁট মিলিয়েছেন। নূতন নিজেও সুগায়িকা ছিলেন।

৯১তম জন্মদিনে লতাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর বিচারে কোন অভিনেত্রী তাঁর গানের সঙ্গে সুবিচার করেছেন? প্রথমে ইতস্তত বোধ করে নূতনের নাম করেছিলেন লতা। এর কারণ, অভিনয়ের পাশাপাশি নূতন সেই গানগুলি নিজেও গেয়ে লিপ দিতেন। জবাবে লতা বলেছিলেন, “প্রত্যেক অভিনেত্রী – মধুবালা, মীনাকুমারী থেকে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত – আমার গানগুলি স্পেশ্যাল করে তুলেছেন।”

৮ জানুয়ারি রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর পরিবার তাঁকে সরাসরি বাড়ি থেকে হাসপাতালে স্থানান্তরিত করে। আসলে কেউই ঝুঁকি নিতে চাননি।

শুরু থেকেই আইসিইউতে ছিলেন লতা। চিকিৎসকরা বলেছিলেন, ১০-১২দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তারপর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। অক্সিজেন সাপোর্ট তো ছিলই। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়।

সরস্বতী পুজোর দিন শ্বাসকষ্ট শুরু হয় লতার। তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়। তারপর আর ফিরলেন না লতা। সরস্বতী মায়ের বিসর্জনের দিন দেহত্যাগ করলেন মর্তের জীবন্ত সরস্বতী।

আরও পড়ুন: Deepika-Ranveer-Geehraiyaan: স্ক্রিনে সিদ্ধান্তকে একাধিক চুম্বন, স্বামীর অনুমতি নিয়েছিলেন দীপিকা? চমকে দেবে অভিনেত্রীর উত্তর

আরও পড়ুন: Bhagyashree-Salman: ম্যানে পেয়ার কিয়া দেখে সহ্য করতে পারিনি: ভাগ্যশ্রীর কন্যা অবন্তিকা

আরও পড়ুন: Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার