Eshika Dey plays Ranu Mondal: রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন ঈশিকা, কবে শুরু শুটিং?
Eshika Dey plays Ranu Mondal: রানু মন্ডল একদিকে যেমন পরিচিত, অন্যদিকে তেমনই সমালোচিত। ঈশিকার কেরিয়ারে এই চরিত্র কতটা আলাদা মাত্রা যোগ করবে?:
রানু মন্ডল। মনে আছে হঠাৎ ভাইরাল হওয়া সেই সঙ্গীতশিল্পীকে? ফেসবুক থেকেই পরিচিতি। তারপর বলিউডের সুরকার তথা গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের সুযোগ। এ হেন রানু মন্ডল, এখন কেমন আছেন, কী করছেন, সেই খোঁজ হয়তো অনেকেই রাখেন না। তবে এ বার রানুকে নিয়ে বড়পর্দায় তৈরি হচ্ছে ছবি। রানুর ভূমিকায় অভিনয় করবেন ঈশিকা দে।
রানাঘাটের রানু মন্ডল যেমন হঠাৎ উদয় হয়েছিলেন, তেমন হঠাৎই হারিয়েও গিয়েছেন। নাম, অর্থ, পরিচিতি এক সময় সবই পেয়েছিলেন। কী ভাবে তাঁর উত্থান হয়েছিল, আর কী ভাবেই বা সকলে ভুলে গেলেন, সেই জার্নি দেখানো হবে ছবিতে। পরিচালনার দায়িত্বে ঋষিকেশ মন্ডল। এ প্রসঙ্গে ঈশিকা TV9 বাংলাকে বললেন, “আমাদের শুটিং শুরু হবে আগমী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি ছবি, বলিউডের। কলকাতা, রানাঘাট, মুম্বই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মন্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। ওঁর ইয়ং এজ। স্ট্রাগল। কেমন ছিলেন, কোথা থেকে কোথায় এলেন। কেন ভিক্ষা করতে হল ওঁকে।”
রানু মন্ডল একদিকে যেমন পরিচিত, অন্যদিকে তেমনই সমালোচিত। ঈশিকার কেরিয়ারে এই চরিত্র কতটা আলাদা মাত্রা যোগ করবে? ঈশিকা বললেন, “সব শিল্পীরাই তো এমন শেড চান। যে ভাবে তথাকথিত সিনেমা বা সিরিয়াল দেখানো হয়, পাঁচ বছর আগেও ফিল্মের প্যাটার্ন যেমন ছিল, ভাল মানে তাকে মেরে চলে গেলেও সেই চরিত্র ভালই থাকবে। আর খারাপ মানে সে খুব খারাপ…। রিয়েল লাইফের ক্যারেক্টার তো তেমন হয় না। প্রত্যেক মানুষের মধ্যেই কোনও না কোনও প্রতিভা থাকে। রানুর যেমন গান, কারও হয়তো ছবি আঁকা, ফলে এই ধরনের বাস্তব চরিত্র তো খুবই ভাল।”
ঈশিকা জানালেন, রানু মন্ডলের সঙ্গে তাঁর এখনও দেখা করার সুযোগ হয়নি। করোনা পরিস্থিতিতে শুটিং শুরুর আগে রানুর সঙ্গে ভার্চুয়ালি কথা বলার চেষ্টা করছেন তাঁর টিমের সদস্যরা। এখনও এখনও পর্যন্ত যে সব ভিডিয়ো বা খবর রানুকে নিয়ে রয়েছে, তা দেখে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঈশিকার কথায়, “ফেসবুকে নানা রকম ভিডিয়ো দেখে আমার ভাল লাগে। সবাই যে সব কিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইলচেয়ারে বসেই কেউ নাচ করছে। আমার ভাল লাগে দেখতে। সবার মধ্যেই শেড আছে। সেটা দেখে প্রিপারেশন চলতেই থাকে। তা ছাড়া আমার প্রিয় বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলজিস্ট। মানুষের কোথা থেকে কী হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ।”
ঈশিকা অভিনীত এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। এর আগে ‘সেক্রড গেমস’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন ঈশিকা। লতাকণ্ঠী ভাইরাল রানুর চরিত্রে কেমন অভিনয় করবেন, সেটাই এখন দেখার।